ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্নীতি কেলেঙ্কারি স্যামসাং প্রধানের বিচার শুরু

প্রকাশিত: ০৩:৪০, ৯ এপ্রিল ২০১৭

দুর্নীতি কেলেঙ্কারি স্যামসাং  প্রধানের বিচার শুরু

দক্ষিণ কোরিয়ায় স্যামসাং গ্রুপের ভারপ্রাপ্ত প্রধানের দুর্নীতির অভিযোগে বিচার শুরু হয়েছে। এ দুর্নীতি কেলেঙ্কারির কারণে প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অপসারণ করা হয়। খবর বিবিসি অনলাইনের। স্যামসাং প্রধান লী জায়ে ইয়ং আর্থিক দুর্নীতি ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা বলার অভিযোগ অস্বীকার করেছেন। প্রসিকিউটররা বলেছেন, তিনি রাজনৈতিক আনুকূল্য পাওয়ার জন্য প্রেসিডেন্ট জিউন হাইয়ের বন্ধু চোই সুন সিলকে ৪ হাজার ৩শ’ কোটি কোরীয় ওন (৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার) ঘুষ দিয়েছেন। চোই সুন সিলের ব্যবসা প্রতিষ্ঠানে ওই অর্থ প্রদানের জন্য সুবিধা পেতে চোইকে সহায়তা করার অভিযোগ রয়েছে পার্কের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অনাস্থা আনার পর গত সপ্তাহে তাকে গ্রেফতার করে এক আটক কেন্দ্রে পাঠানো হয় যদিও তার বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়নি। লীকে হাতকড়া পরা অবস্থায় আদালতে উপস্থিত করা হয়। তিনি ঘুষ প্রদানের অভিযোগ অস্বীকার করে বলেন, অর্থ প্রদানে স্যামসাংকে বাধ্য করা হয়েছিল। কোম্পানির আরও চার নির্বাহীকেও এ দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে আদালতে হাজির করা হয়েছে।
×