ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশ্মীরে বন্যায় সেনাসহ ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ০৩:৩৯, ৯ এপ্রিল ২০১৭

কাশ্মীরে বন্যায়  সেনাসহ ৬ জনের মৃত্যু

গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও তুষারধসে কার্যত বিপর্যস্ত জম্মু-কাশ্মীর। উপত্যকায় সেনা সদস্যসহ ছয়জনের প্রাণহানি ঘটেছে। শ্রীনগরে এখনও বিপদসীমার কাছে ঝিলম নদীর পানি। এ অবস্থায় কেন্দ্রের তরফে রাজ্যকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়ে মেহবুবা মুফতিকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এবিপি আনন্দের। যদিও গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ওই দিনই শ্রীনগরে রাম মুনশী বাগ এলাকায় ঝিলমের পানি বিপদসীমার উপরে ছিল। এরপরই স্থানীয় প্রশাসন আপদকালীন একটি কন্ট্রোলরুম খোলে।
×