ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিআর কঙ্গোর প্রধানমন্ত্রী হলেন সিবালা

প্রকাশিত: ০৩:৩৯, ৯ এপ্রিল ২০১৭

ডিআর কঙ্গোর  প্রধানমন্ত্রী  হলেন সিবালা

ব্রুনো সিবালাকে আফ্রিকার গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক কঙ্গোর নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ কাবিলা। সিবালা এ বছরের শেষে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সিবালাকে কঙ্গোর সবচেয়ে বড় বিরোধী দল ইউডিপিএস থেকে গত মাসে বহিষ্কার করা হয়। প্রবীণ নেতা ইতিনে সিসকেদি ফেব্রুয়ারিতে মারা যাওয়ার পর তার উত্তরাধিকারী মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে সিবালা বহিষ্কৃত হন। সিবালাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ কাবিলার বিরোধীদের আরও বিভক্ত করে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির। গত বছর দ্বিতীয় ও পাঁচ বছরের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর কাবিলা ক্ষমতা ছেড়ে দেবেন মনে করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় ভোট না হওয়ায় তিনি টিকে যান। নির্বাচন কমিশন আর্থিক ও অন্যান্য অসুবিধাকে ভোট না হওয়ার কারণ হিসেবে উল্লেখ করে। তবে নির্বাচন আয়োজনে ব্যর্থতার অভিযোগে সেসময় বিরোধিরা ব্যাপক আন্দোলন করে এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা প্রেসিডেন্টকে সংবিধানের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। ১৯৬০ সালে বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভের পর দেশটিতে কখনও শান্তিপূর্ণভাবে ক্ষমতার পালাবদল ঘটেনি।
×