ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে ইসরাইলের সর্ববৃহৎ অস্ত্র প্রযুক্তি ক্রয় চুক্তি

প্রকাশিত: ০৩:৩৯, ৯ এপ্রিল ২০১৭

ভারতের সঙ্গে ইসরাইলের  সর্ববৃহৎ অস্ত্র প্রযুক্তি ক্রয় চুক্তি

ইসরাইলের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র প্রযুক্তি কেনার জন্য ২০০ কোটি ডলারের চুক্তি করেছে ভারত। বৃহস্পতিবার ইসরাইলের সরকারী প্রতিষ্ঠান এ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) এ তথ্য জানিয়েছে। ইসরাইলের ইতিহাসে এটি সবচেয়ে বড় সামরিক প্রযুক্তি চুক্তি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। খবর এনডিটিভির। ইসরাইলের সঙ্গে এ পর্যন্ত ভারতের যেসব সামরিক চুক্তি হয়েছে তার মধ্যে এটিই সর্ববৃহৎ। ভারত পৃথিবীতে অস্ত্র আমদানিতে শীর্ষে রয়েছে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর দেশটি কয়েকটি বড় ধরনের সামরিক চুক্তি স্বাক্ষর করে। মোদির গত ফেব্রুয়ারি মাসে এ সংক্রান্ত বাজেট অনুমোদন করার পর এ চুক্তি করা হয়। এতে বলা হয়েছে, মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা এমআরএসএএম এ চুক্তির অন্তর্ভুক্ত থাকবে। এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরাইলে বারাক ৮ নামে পরিচিত। এছাড়া ভারতের প্রথম বিমানবাহী রণতরীর জন্য দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বা এলআরএসএএমও থাকবে। চুক্তির আওতায় ২০২৩ সালের মধ্যে প্রথম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভারতকে সরবরাহ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এজন্য ভারতের সঙ্গে প্রায় ২০০ কোটি ডলারের চুক্তি করা হয়েছে। আইএআই প্রধান জোসেফ ওয়েসিস বলেছেন, কৌশলগত অংশীদার হিসেবে গত ২৫ বছরের বেশি সময় ধরে ভারতের সঙ্গে কাজ করছে তার সংস্থা। এ চুক্তিকে আইএআইয়ের সক্ষমতার প্রতি ভারত সরকারের আস্থার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন তিনি। ইসরাইল বর্তমানে শীর্ষ অস্ত্র রফতানিকারক দেশ। গতবছর দেশটি সাড়ে ছয়শ’ কোটি ডলারের অস্ত্র বিক্রি করে। সামরিক অস্ত্র ক্রয়ে পুরনো মিত্র রাশিয়ার কাছ থেকে ক্রমান্বয়ে দূরে সরে যাওয়ায় ভারতের বাজার এখন ইসরাইলের অস্ত্রের দখলে চলে গেছে। প্রায় ৯শ’ ডলারের বিনিময়ে দুই ইঞ্জিন বিশিষ্ট ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে ভারত গত বছর ফ্রান্সের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে।
×