ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়ের ধারায় কারবার

প্রকাশিত: ০৫:৫৪, ৮ এপ্রিল ২০১৭

জয়ের ধারায় কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ মেক্সিকোর মনটেরিতে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন এ্যাঞ্জেলিক কারবার। বৃহস্পতিবার তৃতীয় পর্বে টুর্নামেন্টের শীর্ষ বাছাই ৬-১ এবং ৬-৩ সেটে হারান মেন্ডি মিনেলাকে। সেইসঙ্গে ২০১৭ সালে চারটি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন তিনি। জয়ের পরই সংবাদ সম্মেলনে জার্মান তারকা জানিয়েছেন যে, ম্যাচটা দারুণ উপভোগ করেছেন তিনি। এ প্রসঙ্গে এ্যাঞ্জেলিক কারবার বলেন, ‘আমার জন্য নিঃসন্দেহে এই ম্যাচটা খুব ভাল ছিল। আমি খুবই ভাল খেলেছি। ম্যাচের প্রথম পয়েন্ট থেকেই আমি বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেছি। তাই বলব রাতের ম্যাচটা আমি খুবই উপভোগ করেছি।’ গত কয়েক মৌসুম ধরেই টেনিস কোর্টের আলোচিত নাম কারবার। তবে পাদপ্রদীপের আলোয় আসনে গত বছরের শুরুতেই। দুর্দান্ত গতিতে ছুটতে থাকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল জিতে। যা তার ক্যারিয়ারেরই প্রথম মেজর শিরোপা জয়ের মাইলফলক। শুধু তাই নয়, গত বছর রিও অলিম্পিকেরও ফাইনাল খেলেন তিনি। শেষ চমকটা দেন ইউএস ওপেনের ফাইনাল জিতে। এক বছরেই ক্যারিয়ারের দুটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়। অবিশ্বাস্য সেই কীর্তি গড়ে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করে নেন জার্মান টেনিসের এই প্রতীভাবান তারকা। কিন্তু গত বছর যেভাবে শুরু করেছিলেন কারবার তার ছিটেফুটাও দেখাতে পারেননি এবার। ইতোমধ্যেই সাতটি টুর্নামেন্ট খেলে ফেলেছেন তিনি। কিন্তু শিরোপা জিততে পারেননি তার একটিতেও। তবে দমে যাননি ২৯ বছর বয়সী এই টেনিস তারকা। লড়াই করে যাচ্ছেন নিয়মিতই। তারই ধারাবাহিকতায় মনটেরির কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছেন তিনি। তবে শেষ আটেই আসল পরীক্ষাটা হয়ে যাবে কারবারের। কেননা এই ম্যাচে যে তার প্রতিপক্ষ ব্রিটেনের হেথার ওয়াটসন। মনটেরির বর্তমান চ্যাম্পিয়নও। চতুর্থ রাউন্ডে হেথার ওয়াটসন হারিয়েছেন রাশিয়ার একাটেরিনা মাকারোভাকে। বৃহস্পতিবার তিনি ৬-৪ এবং ৬-১ সেটে পরাজিত করেন মাকারোভাকে। বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার কারণে মাকারোভার সবই চেনা। তাই ম্যাচটা যে জম্পেশ হবে তা বুঝতে আর বাকি নেই কারবারেরও। এ বিষয়ে জার্মান তারকা বলেন, ‘আমি মনে করি ম্যাচটা খুবই ভাল হবে। সে গত বছর এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে। বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তার কোর্ট এবং ভেন্যু খুব ভাল করেই চেনা।’ ব্রিটিশ তারকার বিপক্ষে নিজের পরিকল্পনার কথাও জানিয়েছেন স্টেফিগ্রাফের উত্তরসূরি, ‘আমার মতে, আজ (বৃহস্পতিবার) যেভাবে খেলেছি, তার বিপক্ষেও ঠিক সেভাবেই খেলতে হবে।’
×