ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিয়াল-এ্যাটলেটিকো লড়াই আজ

প্রকাশিত: ০৫:৫৩, ৮ এপ্রিল ২০১৭

রিয়াল-এ্যাটলেটিকো লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আরও একটি হাইভোল্টেজ ম্যাচের দেখা পাচ্ছে ফুটবলবিশ্ব। স্প্যানিশ লা লিগায় আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও এ্যাটলেটিকো মাদ্রিদ। দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইটা হবে রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে। এই ম্যাচটি শিরোপা নির্ধারক হিসেবে অনেকটাই প্রভাব ফেলতে পারে। রিয়াল জিতলে শিরোপা পুনরুদ্ধারে অনেকটাই এগিয়ে যাবে। আর এ্যাটলেটিকো জিতলে লড়াইটা হয়ে যাবে ত্রিমুখী। বর্তমানে লা লিগায় ৭১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল। ৬৯ পয়েন্ট নিয়ে বার্সিলোনা দ্বিতীয় ও ৬১ পয়েন্ট নিয়ে এ্যাটলেটিকোর অবস্থান তৃতীয়। আজকের ম্যাচে রিয়ালের প্রধান ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগীজ সুপারস্টার সবসময়ই এ্যাটলেটিকোর বিরুদ্ধে দুর্বার। লা লিগায় মৌসুমের প্রথম দেখায় রোনাল্ডোর হ্যাটট্রিকে নিজেদের মাঠেই হারের ৩-০ গোলে লজ্জায় ডুবেছিল এ্যাটলেটিকো। এবার ?বার্নাব্যুতে আতিথ্য নেবে দিয়াগো সিমিওনের শিষ্যরা। লীগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে জয় ভিন্ন কিছু ভাবছে না রিয়াল কোচ জিনেদিন জিদান। এক্ষেত্রে তার প্রধান ভরসার নাম রোনাল্ডো। এ্যাটলেটিকোর বিরুদ্ধে এখন পর্যন্ত তিনি জালে বল জড়িয়েছেন ১৮ বার। গত বছরের নবেম্বরে সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে হ্যাটট্রিক উল্লাসে মাতেন পর্তুগীজ আইকন।
×