ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মেসি-নেইমার-সুয়ারেজ প্রশংসায় ভাসছেন

প্রকাশিত: ০৫:৫৩, ৮ এপ্রিল ২০১৭

মেসি-নেইমার-সুয়ারেজ প্রশংসায় ভাসছেন

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনার হয়ে এমনিতেই ন্যুক্যাম্প কাঁপিয়ে চলছিলেন মেসি-নেইমার। ২০১৪ সালে ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে লুইস সুয়ারেজ বার্সাতে আসলে আরও শক্তিশালী হয়ে ওঠে কাতালান ক্লাবটির আক্রমণভাগ। নিজেদের প্রতিভার জোরে একসঙ্গে জ্বলে ওঠেন তিনজনই। আর এই ত্রয়ীর মিলিত প্রচেষ্টায় বার্সা হয়ে ওঠে দুর্দান্ত, অপ্রতিরোধ্য। ফলে ২০১৪-১৫ মৌসুমে স্প্যানিশ লা লিগা, কোপ ডেল’রে ও চ্যাম্পিয়ন্স লীগের মতো শিরোপা জিতে ট্রেবল জয়ের স্বাদ দেয় বার্সা সমর্থকদের। এ ধারা অব্যাহত আছে এখনও। এ তিন তারকার নৈপুণ্যে প্রতিপক্ষ হরহামেশাই দুমড়ে-মুচড়ে যাচ্ছে। মাঝখানে মেসি কিছুটা ফর্মহীনতায় ভুগলেও ফের স্বমহিমায় ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তাতেই বার্সাও ফিরেছে চেনা ছন্দে। যে কারণে এখন ‘এমএসএন’ খ্যাত মেসি, সুয়ারেজ নেইমারের প্রশংসায় পঞ্চমুখ ফুটবলবিশ্ব। বিশেষ করে নেইমার যেন বেশি প্রশংসায় সিক্ত হচ্ছেন। ব্রাজিলিয়ান তারকা মেসির যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন বলে মনে করেন সেভিয়া কোচ জর্জ সাম্পাওলি। তার মতে ন্যুক্যাম্পে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের জায়গা নিতে প্রস্তুত পেলের দেশের এই ছেলে। লা লিগায় চলতি মৌসুমে বার্সিলোনার হয়ে এখন পর্যন্ত নেইমার গোল করেছেন ৯টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১২টি। তবে এসব সংখ্যা দলে নেইমারের প্রভাব বোঝাতে যথেষ্ট নয়। প্রতি ম্যাচেই তার পারফর্মেন্স আলাদা করে নজর কাড়ে। প্রতিপক্ষের রক্ষণভাগকে এলোমেলো করে দিতে তার জুড়ি মেলা ভার। এ প্রসঙ্গে সাম্পাওলি বলেন, বিশ্বসেরা ফুটবলারের জায়গা নিতে প্রস্তুত নেইমার। সে মেসির যোগ্য উত্তরসূরি এবং বড় কিছুর পথে আছে সে। তার সঙ্গে আমার সম্পর্ক ভাল। মেসির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। তার মতে, আর্জেন্টাইন অধিনায়ক অদ্বিতীয় এবং ভবিষ্যতেও তার মতো কেউ আসবে না। মেসির বুদ্ধিদীপ্ত ও জাদুকরী ফুটবলে বার্সিলোনা সতীর্থরা এখনও প্রতিনিয়ত বিস্মিত হয় বলে জানান স্প্যানিশ মিডফিল্ডার। সেভিয়ার বিরুদ্ধে ম্যাচে নিষেধাজ্ঞা থেকে ফিরেই জোড়া গোল করেন মেসি। যার ফলে চলতি লা লিগায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করা মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৪৩টি। পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের প্রশংসা করে ইনিয়েস্তা বলেন, মেসি অদ্বিতীয় খেলোয়াড়। তার মতো কেউ নেই এবং হবেও না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বছরের পর বছর কেটে যাচ্ছে এবং তার বিস্ময়কর ফুটবল খেলে যাচ্ছে। সে এখানে থাকায় বার্সিলোনা ভাগ্যবান। মেসি-নেইমার যেখানে প্রশংসায় ভাসছেন সেখানে বাদ থাকবেন কেন সুয়ারেজ। উরুগুইয়ান তারকার গুণমুগ্ধও কম নন। ধারাবাহিক মনোমুগ্ধকর পারফর্মেন্স প্রদর্শন করে তিনিও সবার মন জয় করেছেন। বার্সা কোচ লুইস এনরিকে তো সুয়ারেজের প্রশংসায় পঞ্চমুখ। তিনি উরুগুইয়ান তারকাকে বিশ্বসেরা ফরোয়ার্ড হিসেবে আখ্যায়িত করেছেন। গত মৌসুমে সুয়ারেজ ছিলেন বার্সিলোনার সর্বোচ্চ গোলদাতা, এবারও আছেন দারুণ ছন্দে। বুধবার রাতে সেভিয়ার বিরুদ্ধে ওভারহেড কিকে চোখ ধাঁধানো গোল করেন তিনি। লা লিগায় এখন পর্যন্ত চলতি মৌসুমে ২৪ গোল করা সুয়ারেজের প্রশংসা করে এনরিকে বলেন, আমার মতে সুয়ারেজ শুধু তার খেলার শারীরিক সক্ষমতার বিচারেই নয়, গোলপোস্ট কোথায় আছে জেনে ডি বক্সের মধ্যে এক ছোঁয়ায় বলে শট নেয়ার বিবেচনাতেও সে দারুণ খেলোয়াড়। বার্সা বস বলেন, এটা পরিষ্কার যে, শারীরিক গঠনের কারণেই তার ক্ষমতা অনেক বেশি কিন্তু বিষয়টা শুধু তার শারীরিক দক্ষতা নয়। তার দ্রুত শট নেয়া এবং গতিবিধির সামর্থ্য চমৎকার। আর এগুলোই তাকে বিশ্বের সেরা ‘নাম্বার নাইন’ খেলোয়াড় হিসেবে আবির্ভূত করেছে।
×