ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এখন শুধু ওয়ানডে নিয়েই মাশরাফির পরিকল্পনা

প্রকাশিত: ০৫:৫২, ৮ এপ্রিল ২০১৭

এখন শুধু ওয়ানডে নিয়েই মাশরাফির পরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্ট খেলতে পারেন না। টি২০ থেকে অবসর নিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজের পরই বিদায় নিয়েছেন। শুক্রবার সকালে দেশেও ফিরেছেন মাশরাফি। এখন তার শুধু ওয়ানডে নিয়েই পরিকল্পনা রয়েছে। শ্রীলঙ্কা থেকে ফিরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাশরাফি বলেছেন, ‘টানা আট টি২০ হেরেছি। তবে দুই বছর আগের চেয়ে আমরা এখন অনেক উন্নতি করেছি। হয়তো ছোট ছোট ভুলে হেরেছি। শেষ নয়টা ম্যাচের অন্তত চার-পাঁচটা জেতা উচিত ছিল আমাদের। সামনে টি২০তে আমরা আরও ভাল করব আশাকরি।’ সঙ্গে ওয়ানডের পরিকল্পনা নিয়ে মাশরাফি জানান, ‘ওয়ানডে সিরিজটা ২-০ ব্যবধানে (শ্রীলঙ্কার বিপক্ষে) জিততে পারলে ভাল লাগত। যে ভুলগুলো হয়েছে, আয়ারল্যান্ড ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধরে নেয়ার চেষ্টা করব। ওখানে ভিন্ন উইকেটে খেলা হবে। পরিকল্পনা করেই নামতে হবে এবং সেগুলো কাজে লাগানোর চেষ্টা করতে হবে।’ বিদায়ী ম্যাচটা স্বাভাবিকভাবে প্রত্যেক খেলোয়াড়ের সারাজীবন মনে থাকে। সেই ম্যাচটি যদি জয় দিয়ে শেষ করা যায়, তাহলে তো কথাই নেই। মাশরাফিরও তাই মনে থাকবে। নিজেই বলেছেন, ‘এটা অবশ্যই আমার জন্য গর্ব করার মতো একটি ব্যাপার। ভাল লাগছে এই জন্য যে, বাংলাদেশ জিতেছে। একই সঙ্গে বলব যে, এই শেষ ম্যাচটা আমি যতদিন বেঁচে থাকব আমার মনে থাকবে। শেষ ম্যাচটা আমরা জিতেছিলাম, আমি সেই ম্যাচে অধিনায়ক ছিলাম।’ সঙ্গে বিদায়ী সময়কে এভাবে ব্যাখ্যা করেছেন মাশরাফি, ‘কিছুটা ইমোশন তো থাকেই। বাংলাদেশের জার্সি পরে ১০ বছর টি২০ খেলেছি। বেশিরভাগ খেলোয়াড়ের সঙ্গে খেলেছি। অনেক স্মৃতিও জড়িয়ে আছে তাদের সঙ্গে। অনেকের সঙ্গেই ব্যক্তিগত কিছু স্মৃতি আছে। কেউ কেউ কেঁদেছে। যেটা হয়েছে নিজের আবেগ প্রকাশ না করে, ওদেরই ঠেকাতে হয়েছে অনেক সময়। ওদের বোঝাতে হয়েছে। সবারই কিছু না কিছু ইমোশন থাকে। সবার প্রতি সম্মান রেখেই বলছি, আমার জন্য কারোর চোখের পানি ফেলা আমার জন্য বিরাট পাওয়া। শেষটা খুব ভাল হয়েছে, সেটাই খুব ভাল লাগছে আমার। এখনও পুরো যাচ্ছি না, ওয়ানডে খেলব।’ শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সফর গেছে বাংলাদেশের ৪০ দিনের সফরে এবার সাফল্য মিলেছে। টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছে। ওয়ানডে সিরিজও ১-১ ব্যবধানে ড্র হয়েছে। এরপর টি২০ সিরিজও ১-১ ড্র হলো। টি২০ থেকে মাশরাফির বিদায়ী ম্যাচটি দারুণভাবেই কাটল। বাংলাদেশ জয় দিয়েই সফর শেষ করে দেশে ফিরল। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচ শুরুর আগেই মোসাদ্দেক হোসেন সৈকত বলেছিলেন, ‘জয়ের তো কোন বিকল্প নাই। আমি ব্যক্তিগতভাবে বলব, আমরা দ্বিতীয় টি২০ খেলব শুধু মাশরাফি ভাইয়ের জন্য। আমরা সবাই চাইব ওই ম্যাচ জিতে তাকে বিদায়ী উপহার দেয়ার জন্য।’ মাশরাফিকে সেই বিদায়ী উপহার দিয়েও দিয়েছেন ক্রিকেটাররা। সেই জয় নিয়েই দেশে ফিরেছেন মাশরাফি। এখন মাশরাফির সামনে আছে শুধু ওয়ানডে খেলা। আর তাই এই ওয়ানডে নিয়েই যত পরিকল্পনা করছেন তিনি। সামনে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ হবে। সিরিজে বাংলাদেশ, স্বাগতিক আয়ারল্যান্ডসহ নিউজিল্যান্ডও খেলবে। এ সিরিজটি শেষ হতেই ইংল্যান্ডে ১ জুন থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে গ্রুপ পর্বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সামনে তাই বাংলাদেশের ওয়ানডে ছাড়া কোন খেলা নেই। মাশরাফি যেহেতু ওয়ানডে দলের নেতৃত্বেই থাকছেন এবং দাপটের সঙ্গে ওয়ানডেটাও খেলছেন; তাই এ ফরমেটের ম্যাচ নিয়েই এখন সব ভাবনা করতে হচ্ছে মাশরাফিকে।
×