ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুড়িলে অবৈধ ট্রাক, প্রাইভেটকার পার্কিং

প্রকাশিত: ০৫:৪৯, ৮ এপ্রিল ২০১৭

কুড়িলে অবৈধ ট্রাক, প্রাইভেটকার পার্কিং

এমনিতেই রাজধানীর যানজটে সীমাহীন দুর্ভোগ। কোন নিয়ম মানছেন না পরিবহন শ্রমিকরা। কুড়িল বিশ্বরোডের দৃষ্টিনন্দন ফ্লাইওভারে যাত্রীদের দুর্ভোগ কিছুটা কমলেও কিছু অসাধু পরিবহন শ্রমিকের জন্য সব ম্লান হয়ে যাচ্ছে। ৩০০ ফুট রাস্তা থেকে বনানীর দিকে আসার সংযোগে অবৈধভাবে ট্রাক, প্রাইভেটকার পার্কিং করে রাখে। আবার কেউ কেউ রাস্তার মাঝখানে নষ্ট বাস রেখে মেরামত করছে। বাসে রং করার কাজে নিয়োজিত শ্রমিক আফসার মিয়া জানান, ‘এ গাড়িতে চার-পাঁচ দিন ধরে আমি কাজ করছি। তাতে তেমন কোন সমস্যা হয় না। পুলিশ আসে না।’ কেন? জানতে চাইলে বলে, ‘মালিকের সঙ্গে পুলিশের ভাল সম্পর্ক।’ ট্রাকচালক মিজান বলেন, আমাদের কোন স্ট্যান্ড নেই। তাই এভাবে পুলিশকে ম্যানেজ করে রাখি। অনেকেই তো রাখে। তেমন কোন ঝামেলা হয় না। Ñস্টাফ রিপোর্টার
×