ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখকে ঘিরে সিলেটে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৪৮, ৮ এপ্রিল ২০১৭

পহেলা বৈশাখকে ঘিরে সিলেটে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার ॥ বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে সিলেটে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। রমণীরা বাঙালীয়ানায় সাজতে নিজের মতো করে বৈশাখী পোশাক তৈরি করছেন বুটিক হাউজে গিয়ে। চাহিদা বেড়ে যাওয়ায় বুটিক শিল্পীদের নেই দম ফেলার ফুরসত। তবে সিলেটে জঙ্গী হামলা সে সঙ্গে টানা বৃষ্টির কারণে বুটিক শপগুলোতে ক্রেতা উপস্থিতি কিছুটা কমেছে। আর মাত্র ক’দিন পর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা বর্ষবরণের জন্য প্রস্তুত হচ্ছে সিলেটও। বিশেষ এই দিনকে আনন্দঘন করে তুলতে সকলেই নিজেকে সাজাতে চান ভিন্ন রঙে। উদ্দেশ্য পুরনো বছরের গ্লানি মুছে নতুনের পথে যাত্রা। বৈশাখী সাজে তরুণীদের পছন্দের শীর্ষে থাকে বুটিকের পোশাক। শাড়ি কিংবা থ্রিপিস নিজেদের মতো করে তৈরি করতে পারায় দিনে দিনে চাহিদাও বাড়ছে। তাই বুটিক শিল্পীদের দিনরাত কাজের ব্যস্ততা বেড়েছে। ফ্যাশন সচেতন তরুণীরা জানান, ইউনিকের কারণে বুটিকই তাদের পছন্দ। আর চাহিদার কথা মাথায় রেখে বেশ আগেভাগেই বৈশাখী পোশাকে সেজেছে নগরীর বুটিক শপগুলোও। গত কয়েক বছরে সিলেটে দেশের স্বনামধন্য বেশ কিছু বুটিকের শো-রুম হয়েছে। এর মধ্যে অন্যতম বিশ্বরঙ। গত বছর তারা শখের হাড়ি মুটিভে কাজ করলেও এবার বৈশাখী পোশাকে ফুটিয়ে তোলা হয়েছে ঐতিহ্যের বাংলা সিনেমা। তবে, টানা বৃষ্টিপাত ও সিলেটের সাম্প্রতিক পরিস্থিতির কারণে দোকানে ক্রেতা উপস্থিতি কম বলে জানালেন বিশ্বরঙ শো-রুম ব্যবস্থাপক হাবিবুর রহমান। নগরীর নয়াসড়ক, লামাবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, টিলাগড় ও কুমারপাড়ায় অন্তত ২৫টির মতো বুটিক শপ রয়েছে। গত বৈশাখে এসব দোকানে ব্যবসা হয়েছে কোটি টাকার বেশি।
×