ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাছ শিকারে সেচ কাজে বিঘ্ন

প্রকাশিত: ০৫:৪৬, ৮ এপ্রিল ২০১৭

মাছ শিকারে  সেচ কাজে বিঘ্ন

সংবাদদাতা, বেড়া, পাবনা, ৭ এপ্রিল ॥ প্রভাবশালীরা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের আই-৩ এস-১ সেকেন্ডারি ক্যানালে মাছ চাষের জন্য লোহার নেট ও সুতি জালের বাঁধ দেয়ায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত করা হচ্ছে। এতে আই-৩ এস-১ সেকেন্ডারি ক্যানালের আওতাভুক্ত ৩০০ বিঘা জমিতে সেচ সঙ্কট দেখা দিয়েছে। পানি ব্যবহারকারী স্থানীয় কৃষকদের লিখিত অভিযোগে জানা যায়, পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্পের প্রধান সেচ খালের অপটেক গেটের সামনে লোহার নেট ও বিভিন্ন জায়গায় সুতির জাল দিয়ে মাছ চাষ করায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে বেড়া উপজেলার বড় পায়না, ছোট পায়না, হাতিগাড়া, জোরদহ, চাকলা, চকপাড়া, সাঁথিয়ার মহিষাকোলা, শহিদনগরসহ আই-৩ এস-১ টি-৭ সেচ খালের আওতাভুক্ত ৩০০ বিঘা বোরোর জমিতে কৃষকরা সেচ দিতে পারছে না।
×