ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভিজিডি কার্ড থাকলেও দিতে হচ্ছে টাকা

প্রকাশিত: ০৫:৪৬, ৮ এপ্রিল ২০১৭

ভিজিডি কার্ড থাকলেও  দিতে হচ্ছে টাকা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ এপ্রিল ॥ জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ৪ শ’ ভিজিডি কার্ডধারীর কাছ থেকে জোরপূর্বক ১৩০ টাকা করে আদায় করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়, ভাতুরিয়া ইউপি চেয়ারম্যানের নির্দেশে ইউপি সদস্যরা নিজ নিজ ওয়ার্ডের ভিজিডি সুবিধা ভোগীদের কাছ থেকে ১৩০ টাকা করে নিয়ে তাদের হাতে ভিজিডি কার্ডটি তুলে দিচ্ছে। আর যারা টাকা দিতে পারছে না তাদের কার্ডগুলো রেখে দিচ্ছে। এ ব্যাপারে দু’একজন সুবিধাভোগী প্রতিবাদ করলে ইউপি চেয়ারম্যান সাহজাহান সরকার তাদের হুমকি দিয়ে বলেন টাকা ছাড়া কোন কার্ড দেয়া হবে না। তোমাদের কিছু করার থাকলে করতে পার। সুবিধাভোগীদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এম জে আরিফ বেগকে মৌখিকভাবে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে ভুক্তভোগীরা জানিয়েছে। অবশেষে কোন উপায় না পেয়ে ৪শ’ সুবিধাভোগী ১৩০ টাকা করে দিয়ে তাদের নিজ নিজ কার্ড নিয়ে যায়। ইউপি চেয়ারম্যান সাহজাহান সরকার জানান, উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক সুবিধাভোগীর কাছ থেকে ১৩০ টাকা করে নেয়া হচ্ছে। শুধু আমি নই, প্রতিটি ইউনিয়নে এভাবে টাকা নেয়া হচ্ছে। এই টাকা দিয়ে আপনারা কি করবেন বলে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের চৌকিদারি ট্যাক্সের টাকা যথাযথ আদায় হচ্ছে না। এই টাকা দিয়ে পরিষদের ঘাটতি মেটানো হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম জে আরিফ বেগকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, টাকা নেয়ার কোন সুযোগ নেই। যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে আইনী ব্যবস্থা নেয়া হবে।
×