ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতি আলো-অন্ধকার বুঝতে পারছে ॥ ইন্দিরা

প্রকাশিত: ০৫:৪৫, ৮ এপ্রিল ২০১৭

জাতি আলো-অন্ধকার বুঝতে পারছে ॥ ইন্দিরা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলা ও শিশুবিষয়ক সম্পাদিকা ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেছেন, শেখ হাসিনা বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন। আর খালেদা দিয়েছেন অস্ত্র, পেট্রোলবোমা। তাই জাতি আলো আর অন্ধকার বুঝতে পারছে। যা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তা আরও স্পষ্ট হবে। তিনি বর্তমান সরকারের অগ্রযাত্রার নানা ধাপ তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা রূপান্তরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছে। যা বিশ্বে বাংলাদেশ এবং শেখ হাসিনা মডেল। তিনি নতুন প্রজন্মকে নৈতিক এবং সুশিক্ষার বলয়ে গড়ে তোলার জন্য প্রতিটি পরিবারে প্রতি আহ্বান জানান। তিনি শুক্রবার মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউপির বাঘাইকান্দি লাভ এ্যান্ড টিচ আকন্দ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। একাডেমিটির প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি ফজলুল করিম আকন্দের সভাপত্বিতে আরও বক্তব্য রাখেনÑ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া জাহান, গজারিয়া আইডিয়াল হাইস্কুল প্রতিষ্ঠাতা হাফিজ আহম্মেদ, মুন্সীগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভপিতি ফরিদা আহম্মেদ রুনি, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান আফছার উদ্দিন ভূইয়া, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমুখ।
×