ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৈশাখের পোশাক কেরানীগঞ্জে কারিগরদের ঘুম নেই

প্রকাশিত: ০৫:৪৪, ৮ এপ্রিল ২০১৭

বৈশাখের পোশাক কেরানীগঞ্জে কারিগরদের ঘুম নেই

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৭ এপ্রিল ॥ ‘বর্ণিল সাজে রঙিন পোশাক’ প্রবাদটি বাঙালীর প্রাণের উৎসবে সবচেয়ে বেশি পূর্ণতা পায়। প্রাণের এই উৎসবে সারাদেশে রঙিন পোশাকের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বুড়িগঙ্গা নদী তীর ঘেঁষে গড়ে ওঠা কেরানীগঞ্জের তৈরি পোশাক প্রতিষ্ঠানগুলো। পহেলা বৈশাখ সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছে প্রতিষ্ঠান ও কারখানাগুলোর মালিক-শ্রমিক। দিনরাত মেশিনের চাকা ঘুরছে। তৈরি হচ্ছে বাহারি ডিজাইনের বিভিন্ন নামের ও দামের বৈশাখী জামা, শাড়ি ও পাঞ্জাবি। কেরানীগঞ্জের পোশাক ব্যবসায়ীরা বলছেন, উৎপাদিত এসব পোশাকের শতকরা ৯৫ ভাগ তৈরি করা হয়েছে বাঙালীর নান্দনিক ঐতিহ্য ও সংস্কৃতির মোটিফে। এখানকার তৈরি পোশাক এখন সারাদেশের মার্কেট, বিপণিবিতান ও শপিংমলে শোভা পাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসায়ীরা দুই মাস আগ থেকে তৈরি শুরু করেছে বৈশাখী পোশাক। ক’দিন পরই পহেলা বৈশাখ। সারাদেশের চাহিদা মিটিয়েও ইদানীং কিছু বৈশাখী পোশাক বিদেশেও যাচ্ছে। তৈরি পোশাক ব্যবসায়ীরা বলেন, পাঞ্জাবি, ফতুয়া সারাবছর বিক্রি হয় না। এটা মৌসুমী ব্যবসা। উৎপাদিত জামা পহেলা বৈশাখের একদিন আগেও যদি বিক্রি করতে পারি তাহলে টার্গেটমতো পৌঁছতে পারব। তা না হলে লোকসান গুনতে হবে। খুচরা বিক্রেতাও অনুরূপ লেনদেন করছে। মফস্বলের পাইকাররা পছন্দমতো ডিজাইনের জন্য অনেক সময় অপেক্ষা করে পোশাক ডেলিভারি নিয়ে যাচ্ছে।
×