ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে মোবাইল এ্যাপস উদ্বোধন আজ

প্রকাশিত: ০৫:৪৩, ৮ এপ্রিল ২০১৭

মুন্সীগঞ্জে মোবাইল  এ্যাপস উদ্বোধন  আজ

স্টাফ রিপোর্ট, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে ‘হ্যালো ডিসি’ মোবাইল এ্যাপস উদ্বোধন হচ্ছেÑ আজ শনিবার। বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম এনডিসি এবং মহিলা ও শিশুবিষয়ক সচিব নাছিমা বেগম এনডিসি। শহরের সার্কিট হাউসের এ আয়োজনে সভাপতিত্ব করবেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা। আয়োজনটি ঘিরে এখন মফস্বল শহর মুন্সীগঞ্জে চলছে নানা প্রস্তুতি। সংশ্লিষ্টরা জানান, জেলা প্রশাসকের কার্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। জনপ্রশাসনের প্রাচীন এ প্রতিষ্ঠানটি সরকারের নানাবিধ পরিকল্পনা বাস্তবায়ন থেকে শুরু করে রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রত্যক্ষ ভূমিকা পালন করে থাকে। ভূমি ব্যবস্থাপনা, শিক্ষা, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তাসহ প্রতিনিয়ত অসংখ্য সেবা প্রদান করে থাকে এ প্রতিষ্ঠান। জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের এ যুগে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর নিকট সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এই টেকসই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মুন্সীগঞ্জের যে কোন প্রান্ত থেকে বাল্যবিবাহ, নারী নির্যাতন, ভূমিদস্যুতা, বালুু উত্তোলন, ভূমি দুর্নীতি, মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাসসহ যে কোন অনিয়মের ব্যাপারে জেলা প্রশাসকের কার্যালয়ে সরাসরি অভিযোগ করতে পারবে।
×