ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলে

প্রকাশিত: ০৫:৪৩, ৮ এপ্রিল ২০১৭

পার্বতীপুরে কোটি টাকার সম্পত্তি  অবৈধ দখলে

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৭ এপ্রিল ॥ পার্বতীপুরে ঝাড়ুয়ার ডাঙ্গায় পীর মহিউদ্দিন পীরোত্তর কোটি টাকার সম্পত্তি এখন ভূমিগ্রাসীর দখলে। দেখার কেউ নেই। ইতোপূর্বে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে স্থানীয় ভূমি অফিস এ ব্যাপারে এখনও দখল উচ্ছেদের ব্যবস্থা নেয়নি। সংশ্লিষ্ট ঝাড়ুয়ার ডাঙ্গা তহসিল অফিসের নথিতে দেখা যায় এস এ রেকর্ডে বড় চ-িপুর মৌজার ১১১০ হোল্ডিংয়ে ৯৯২ খতিয়ানে ৩০১, ১০৩৭, ১০৫৭ দাগে আবাদি ও ৩১৯, ৩৫৩ দাগে ডাঙ্গা সব মিলে সম্পত্তি রয়েছে ৭.৫৩ একর। ব্রিটিশ আমলে মৃত্যুর আগে পীর মহিউদ্দিন এসব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য চয়েনউল্লাহ প্রামানিকের পুত্র হাজী জামাতুল্লাহকে খাদেম নিযুক্ত করেছিলেন। তিনি মৃত্যুবরণ করলে সবকিছুই ল-ভ- হয়ে যায়। এখন পীরের মাজারের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। ৪.২৫ একর আবাদি জমি বহু হাতবদল হয়ে এখন ননএমপিওভুক্ত পীর মহিউদ্দিন দাখিল মাদ্রাসার নিয়ন্ত্রণে। প্রতিবছর চিহ্নিত ব্যক্তিরাই মাদ্রাসা কমিটির নিকট থেকে ডাকের মাধ্যমে নামমাত্র মূল্য নিয়ে জমি চাষাবাদ করে। মৃত সৈয়দ মাস্টারের ভাই আব্দুল ওহাব ও তার (সৈয়দ মাস্টার) ছেলে মজলুল পীরোত্তর ৩.২৮ একর ডাঙ্গাজমি দখল করে পাকা ঘরবাড়ি, পুকুর ও বাগান নির্মাণ করেছেন। দখলে দল ভারি করার জন্য মোখলেসুর, হাফিজুল, খোকামুদ্দিন, আঃ কাশেম, হাতেম হাজী, মফিজুদ্দিন, সাহেনুর, জিয়াউর রহমান, মকবুল, তসলিম, মোসলেম তারা ঘরবাড়ি করার সুযোগ করে দিয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। খাদেম মৃত হাজী জামাতুল্লাহর ছেলে বড়চ-িপুর গ্রামের অলিউল্লাহ, নাতি একরামূল্লাহ, এজাজুল হক, গোলাম রব্বানী ও আব্দুল হালিম ওরফে সাহেব দখল উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছেন।
×