ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পহেলা বৈশাখে সেলিম আল দীনের ‘চুমকি’

প্রকাশিত: ০৫:৪০, ৮ এপ্রিল ২০১৭

পহেলা বৈশাখে সেলিম আল দীনের ‘চুমকি’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে নাট্যাচার্য সেলিম আল দীন রচিত নাটক ‘চুমকি’। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা ও নাট্যনির্দেশক হাসান রেজাউল। ‘চুমকি’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জাকিয়া বারী মম, এফ এস নাঈম, শহিদুল আলম সাচ্চু, মুনিরা মিঠু, শফিক খান দিলু, জামাল রাজা, হিটলারসহ অনেকে। প্রযোজনা প্রতিষ্ঠান অন ফোকাসের ব্যানারে নির্মিত ‘চুমকি’ নাটকটি আগামী পহেলা বৈশাখে রাত ৯-০৫ মিনিটে নাটকটি এনটিভিতে প্রচার হবে। নাটকের গল্পে দেখা যাবে- একজন ইতিহাসের অধ্যাপক তার মেয়ে স্বর্ণার জন্য ঘরে ৫টি শিক্ষক রাখে। সুদীপ্ত নামে এক যুবকের আবির্ভাব ঘটে তাদের বাড়িতে। স্বর্ণার ফুপি বার বার বারণ করার পরও কিছুতেই বুঝতে নারাজ ইতিহাসবিদ। পড়াশোনার জন্য নানা রকম চাপ দিতে থাকে। মেয়েকে পড়াশোনা করিয়ে বড় কিছু একটা বানাতে চায়। কিন্তু মেয়েটি পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যায়। যাত্রা পথে দেখা হয় সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত তাকে নিয়ে যায় এক অজানা বনে। বনের নানা ঘটনা ও মজার মজার অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের গল্প। এ নাটকের মাধ্যমে দীর্ঘদিন পরে দর্শকরা সেলিম আল দীন রচিত কোন নাটক টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন। নাটক প্রসঙ্গে পরিচালক হাসান রেজাউল বলেন- আমি মঞ্চে কাজ করে খুব আনন্দ পাই। মঞ্চই আমার জন্য প্রাণের জায়গা। এর বাইরে টিভি নাটক হিসেবে ‘চুমকি’ আমার নিজের নির্মাণ করা প্রথম কাজ। মঞ্চে এবং টেলিভিশনে দু’মাধ্যমেই সেলিম স্যার অনেক বড় মাপের নাট্যকার। যাকে বাংলা নাটকের বরপুত্র বলা হয়। জীবনের প্রথম কাজটি তার নাটক দিয়ে করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা সেলিম স্যারের পতœী পারুল ভাবির কাছে। তিনি এই নাটকটি করার অনুমতি দিয়ে আমাকে নতুন পথে বিচরণ করার সাহস যুগিয়েছেন। শূটিং শেষ করার পর ভাবির সঙ্গে এর অভিজ্ঞতা নিয়ে অনেক কথা হয়েছিল। তিনি খুব খুশি হয়েছিলেন কাজটি সম্পন্ন করায়। যদিও ভাবি নাটকটি দেখে যেতে পারেননি। গত ১০ জানুয়ারি ভাবি আমাদের ছেড়ে পরপারে চলে যান। কৃতজ্ঞতা কামরুল ভাই ও কল্লোল ভাইয়ের প্রতি। তাদের সহযেগিতা না পেলে এই কাজটি করা খুবই কঠিন হয়ে যেত। সেলিম স্যার নাটকটি ১৯৯৪ সালে লিখেছিলেন। এতদিন পরে কাজটি করতে পেরে আমি খুব আনন্দিত। এই নাটকটি তৈরি করতে গিয়ে অভিনয় শিল্পী থেকে শুরু করে সিনেমাটোগ্রাফার রাজু রাজসহ ইউনিটের প্রত্যেকের সহযোগিতা পেয়েছি। আশা করছি নাটকটি দর্শকদের ভাল লাগবে।
×