ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেন্ট পিটার্সবার্গে ফের বিস্ফোরণ

প্রকাশিত: ০৫:৩৯, ৮ এপ্রিল ২০১৭

সেন্ট পিটার্সবার্গে ফের বিস্ফোরণ

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ আবারও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে। বৃহস্পতিবার দিনের শুরুতে পিটার্সবার্গে খুঁজে পাওয়া একটি বিস্ফোরকস্থলের কাছেই এক আবাসিক ভবনে বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ বিস্ফোরণে কেউ আহত হয়নি। তবে ভবনের ইটের গাঁথুনি ভেঙ্গে পড়ে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার জরুরী সেবা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে রিয়া বার্তা সংস্থা। খবর ইয়াহু নিউজের। রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, শহরটির মেট্রো রেলস্টেশনে অবিস্ফোরিত যে বোমা খুঁজে পাওয়া গিয়েছিল বৃহস্পতিবার খুঁজে পাওয়া বিস্ফোরকও একইরকম। তাছাড়া, ভোস্তানিয়া মেট্রো রেল স্টেশনে যে পরিমাণ বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল এ বিস্ফোরকগুলোরও পরিমাণ এক। সেন্ট পিটার্সবার্গের পাতাল রেলে বোমা বিস্ফোরণে ১৪ জন নিহত হওয়ার তিন দিন পর এ শহরেরই একটি ফ্ল্যাটে একটি বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করা হয়।
×