ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইরানের বিরুদ্ধে ঐক্যের ডাক দিলেন টেরেসা মে

প্রকাশিত: ০৫:৩৮, ৮ এপ্রিল ২০১৭

ইরানের বিরুদ্ধে  ঐক্যের  ডাক দিলেন  টেরেসা মে

ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে সৌদি আরব সফরে গিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে ষড়যন্ত্রে লিপ্ত সেক্ষেত্রে ব্রিটেনও পিছিয়ে নেই। কিছুদিন আগে মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে আরব-মার্কিন জোট গঠনের প্রচেষ্টার কথা জানিয়েছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ঠেকানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি দাবি করেছেন, ইরান সন্ত্রাসবাদের প্রধান উৎস। তিনি ইরানকে মোকাবেলার আহ্বান জানিয়ে দেশটির বিরুদ্ধে আঞ্চলিক জোট গঠনের কথা বলেন। মার্কিন কর্মকর্তাদের এসব বক্তব্যের সঙ্গে এখন সুর মিলিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ইরানকে আন্তর্জাতিক সমাজের জন্য বিপজ্জনক বলে অভিহিত করে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিঘœ সৃষ্টির জন্য ইরানকে অভিযুক্ত করেন। তিনি এ অঞ্চলের দেশগুলোতে ইরানের হস্তক্ষেপের অভিযোগ তুলে ওই দেশগুলোর প্রতি সমর্থন জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও দাবি করেন, ইরানের কর্মকা- এ অঞ্চলে অস্থিতিশীলতার প্রধান কারণ। তিনি ইরানের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। টেরেসা মে সৌদি আরব সফরে গিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে ইরান বিরোধী এসব বক্তব্য দেন। অবশ্য কয়েকটি উদ্দেশ্যে তিনি রিয়াদ সফরে গেছেন। একটি হচ্ছে, এ অঞ্চলে ব্রিটেনের উপস্থিতি ও স্বার্থ নিশ্চিত করা এবং আরব দেশগুলোতে প্রভাব বিস্তারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দেয়া। এছাড়া ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রাক্কালে আরব দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। -ইয়াহু নিউজের।
×