ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ হাসিনার হাত দিয়ে দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি হবে না ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৫:৩৭, ৮ এপ্রিল ২০১৭

শেখ হাসিনার হাত দিয়ে দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি হবে না ॥ হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি হবে না। বিএনপি নেতারা মাইকের সামনে ভারতের বিপক্ষে বললেও পেছন দিয়ে তাদেরই গুণগান গায়। এটাই হলো তাদের মূল চরিত্র। বিএনপি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর পাঁয়তারা করছে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০ দলীয় জোট ছেড়ে আসা জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী এক আলোচনা সভায় হাছান মাহমুদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে প্রতিরক্ষা সহায়তাবিষয়ক কাঠামো (ফ্রেমওয়ার্ক) সমঝোতা স্মারক সই হবে। পাকিস্তান ছাড়া সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে, এমনকি মিয়ানমারের সঙ্গেও এ ধরনের সমঝোতা স্মারক আছে। এতদিন ধরে বাংলাদেশের সঙ্গে ভারতের সমঝোতা হয়নি, বরং এটিই অস্বাভাবিক। সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি তাদের শাসনামলে ভারত থেকে কোনকিছু আদায় করতে পারেনি। তারা ভারতের কাছে নতজানু ছিল। ভারত থেকে যা কিছু অর্জিত হয়েছে তা আওয়ামী লীগের আমলেই। আলোচনা সভায় জাগপার সভাপতি একেএম মহিউদ্দিন আহমেদ বাবুলসহ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।
×