ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শর্ত ভঙ্গ করায় দুটি পাটকলের নিয়ন্ত্রণ নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়

প্রকাশিত: ০৫:৩৭, ৮ এপ্রিল ২০১৭

শর্ত ভঙ্গ করায় দুটি পাটকলের নিয়ন্ত্রণ নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার ॥ বিরাষ্ট্রায়ত্তকরণের (প্রাইভেটাইজেশন) শর্ত ভঙ্গ করায় দুটি পাটকলের (জুট মিলস) নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পাটকল দুটি হলোÑ মাদারীপুরের এ আর হাওলাদার জুট মিলস ও চট্টগ্রামের ঈগল স্টার টেক্সটাইল মিলস। পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে গত ৬ এপ্রিল এ দুটি পাটকল পুনঃগ্রহণ (টেক ব্যাক) করে মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব রীনা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মাদারীপুরের পাটকলটির নিয়ন্ত্রণ বিজেএমসির কাছে এবং চট্টগ্রামের পাটকলটির নিয়ন্ত্রণ বিটিএমসির কাছে ন্যাস্ত করার কথা বলা হয়েছে। শুক্রবার মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেয়া হয়। বিজ্ঞপ্তি মোতাবেক, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পাটকল দুটির যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি ও স্বত্ব সরকারের নিয়ন্ত্রণে থাকবে। মাদারীপুরের পাটকলটির পুনঃগ্রহণের কারণ হিসেবে সম্পাদিত চুক্তি অনুসারে দায়দেনা পরিশোধ না করা, দীর্ঘ সময় ধরে মিল বন্ধ রেখে উৎপাদন বৃদ্ধি না করা এবং সরকার ও সরকারী আর্থিক প্রতিষ্ঠানসমূহের যাবতীয় পাওনা পরিশোধের আগেই পাটকলের যাবতীয় মেশিনারিজ ও স্থাপনা সরকারের অজান্তে বিক্রি করে দেয়ার কথা বলা হয়েছে। বলা হয়েছে, মিলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে মিলের কাছে সরকারের পাওনা পরিশোধের জন্য তাগিদপত্র প্রদান করা সত্ত্বেও সরকারী পাওনা পরিশোধ করেনি। দীর্ঘদিন ধরে মিল পরিচালনা না করে বন্ধ অবস্থায় ফেলে রেখেছে, হাজার হাজার শ্রমিক-কর্মচারী তাদের কর্মসংস্থান হতে বঞ্চিত করে রেখেছে, এতে মিল হস্তান্তরের উদ্দেশ্য ব্যাহত হয়েছে এবং হস্তান্তরের চুক্তি লঙ্ঘিত হয়েছে। এসব কারণে জনস্বার্থে ১৯৮২ সালের ১২ ডিসেম্বর সম্পাদিত মিল হস্তান্তর চুক্তিদ্বয় (দ্বিপক্ষীয় ও ত্রিপাক্ষিক) বাতিল করা হলো। অপরদিকে, চট্টগ্রামের পাটকলটির পুনঃগ্রহণের কারণ হিসেবে দায়দেনা পরিশোধ না করা, মিল বন্ধ রাখা এবং সরকারের অনুমোদন ছাড়াই গোপনে মিলের ৬ দশমিক ৪৩ একর জমি বিক্রি করা এবং ১ একর জমি বিক্রয়ের চুক্তিবদ্ধ হয়ে লাভবান হওয়ার কথা বলা হয়েছে।
×