ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেরা নকলনবিস

প্রকাশিত: ০৫:৩৬, ৮ এপ্রিল ২০১৭

সেরা নকলনবিস

আইনস্টাইন কে ছিলেন? এ প্রশ্ন করলে সবাই একবাক্যে উত্তর দেবেন নোবেলজয়ী পদার্থবিদ। তবে এখানে যে আইনস্টাইনের কথা বলছি, সে পদার্থবিদ নয়, নোবেলজয়ীও নয়। এ আইনস্টাইন কে? এ আইনস্টাইন আফ্রিকার ধূসর রঙের একটি তোতাপাখি। আমেরিকার টেনেসির নক্সভাইল চিড়িয়াখানায় এর বাস। ট্যালেন্টের জন্য সে এখন সোশ্যাল মিডিয়ার হিরো। আইনস্টাইন পদার্থবিদ্যা জানে না ঠিকই, কিন্তু এর ট্যালেন্ট অন্য জায়গায়। এটি সেরা নকলনবিস। ২০০৬-এ পাখিদের নিয়ে একটি বিখ্যাত শো-তে ‘পেট স্টার’ খেতাব জিতেছে এই তোতা। আইনস্টাইন ২০০ রকমের শব্দ নকল করতে পারে। শুধু তা-ই নয়, তার শব্দভা-ারও যথেষ্ট মজবুত। গত মঙ্গলবারেই ৩০ বছর পূর্ণ হলো আইস্টাইনের। তার জন্মদিন পালন করা হয়েছে একটু অন্যভাবে। তার প্রশিক্ষক এ্যাডাম প্যাটারসন অনলাইনে আইনস্টাইনের শব্দভা-ারের একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিও এখন ভাইরাল। -ওয়েবসাইট
×