ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সারোয়ার-তামিম গ্রুপের ৮ সদস্য আটক

নারায়ণগঞ্জ ও কুমিল্লায় র‌্যাবের অভিযান ॥ গানপাউডার উদ্ধার

প্রকাশিত: ০৫:৩২, ৮ এপ্রিল ২০১৭

নারায়ণগঞ্জ ও কুমিল্লায়  র‌্যাবের অভিযান ॥  গানপাউডার উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সন্দেহভাজন আট সদস্যকে আটক করেছে র‌্যাব। নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। শুক্রবার র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, আটককৃতরা সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্য। তাদের কাছে বিস্ফোরকদ্রব্য ও জিহাদী বই পাওয়া গেছে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দেশে আবারও নাশকতার জন্য কৌশলে সংগঠিত হচ্ছিল। এরা সবাই বিস্ফোরক তৈরি ও জঙ্গী প্রশিক্ষণপ্রাপ্ত। এ বিষয়ে শুক্রবার নারায়ণগঞ্জের আদমজীতে র‌্যাব-১১-এর সদর দফতরে সংবাদ সম্মেলন করেন লে. কর্নেল কামরুল হাসান। গ্রেফতারকৃতদের গণমাধ্যমের সামনে হাজির করে র‌্যাব-১১-এর অধিনায়ক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকার একটি মার্কেট ও কুমিল্লার গৌরীপুর এলাকা থেকে এ আটজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সাইনবোর্ডে নবনির্মিত পরিজাত মার্কেটের ভেতরে মূলত জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের গোপন বৈঠক চলছিল। ওই সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলোÑ ঢাকার ডেমরা এলাকার মোঃ জামাল ওরফে রাসেল সিরাজী (৪৫), ঢাকার কদমতলী এলাকার খন্দকার আবু নাঈম ওরফে নাঈম জিহাদী (৪৯), ডেমরা এলাকার নুরুল আবছার (২৭), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার মহসিন (৫২) ও রূপগঞ্জ এলাকার জাবির হাওলাদার (২২)। পরে তাদের দেয়া তথ্যমতে, কুমিলার গৌরীপুর এলাকা থেকে আক্তারুজ্জামান মারুফ (৩২), মাওলানা ওমর ফারুক (৩২) ও কাশেম মুন্সীকে (৩১) গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা জেএমবির সক্রিয় সদস্য। গত দেড় বছর ধরে তারা একসঙ্গে রয়েছে। তাদের প্রধান সমন্বয়ক হলো গ্রেফতারকৃত রাসেল। দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য তারা বেশকিছু বিস্ফোরক মজুদ রেখেছিল। তারা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নেয়ার জন্য ভুয়া জাতীয় আইডি কার্ড তৈরি করত ও ফেসবুকে ভাইরাল আকারে উগ্র মতাদর্শ প্রচার করত। সম্প্রতি তারা নতুন দিগন্ত নামে একটি অনলাইন ই-কমার্স ব্যবসা চালু করে। আর ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্নজনকে ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাটিয়ে বন্ধুত্ব তৈরি করে পরে উগ্রবাদী পোস্ট প্রেরণ করত। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, বোমা তৈরির জন্য তারকাঁটা, গানপাউডার, ডেটোনেটরসহ বিস্ফোরকসামগ্রী উদ্ধার করা হয়েছে।
×