ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাসপোর্ট অফিসের সচিবালয়ে যাত্রা

প্রকাশিত: ০৮:৫৫, ৭ এপ্রিল ২০১৭

পাসপোর্ট অফিসের সচিবালয়ে যাত্রা

বিশেষ প্রতিনিধি ॥ শুরু হলো সচিবালয়ে পাসপোর্ট অফিসের যাত্রা। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এখান থেকে পাসপোর্ট করতে পারবেন। এটি সরকারের ৬৯তম পাসপোর্ট অফিস। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের দক্ষিণ পাশে বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ অফিস উদ্বোধন করেন। পাসপোর্ট দেয়ার সব ধরনের কাজই হবে চার কক্ষের এই অফিসে। অফিস উদ্বোধনের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান সহকারী মরিয়ম বেগম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রায়হানুল হক ও হালিমা খাতুনের হাতে পাসপোর্ট তুলে দেন। উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সবাই পাসপোর্ট চাইতে পারে ও পাসপোর্ট পাওয়ার অধিকার রাখে। সেজন্য পাসপোর্টকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য বিভিন্ন জায়গায় অফিস করছি। সচিবালয়ে কয়েক হাজার মানুষ কর্মরত। তারা বিভিন্ন কাজে আটকে থাকেন। এজন্য তারা পাসপোর্ট অফিসে যেতে পারেন না। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×