ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেবোত্তর সম্পত্তি আত্মসাত

শিল্পপতি রাগীব আলীর ১৪ বছর জেল

প্রকাশিত: ০৮:৫১, ৭ এপ্রিল ২০১৭

শিল্পপতি রাগীব আলীর ১৪ বছর জেল

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগান দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকা আত্মসাত মামলায় শিল্পপতি রাগীব আলীকে ১৪ বছরের কারাদ- দিয়েছে আদালত। এছাড়া তার ছেলে আবদুল হাই, মেয়ে রোজিনা কাদির, জামাতা আবদুল কাদির ও নিকটাত্মীয় মোস্তাক মজিদের ১৬ বছর করে দ- হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো এ রায় দেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও ন্যায়বিচার পেতে উচ্চ আদালতের আপীলের কথা জানিয়েছেন রাগীব আলীর আইনজীবী। দুপুরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় রাগীব আলী, তার ছেলে আবদুল হাই ও আত্মীয় মোস্তাক মজিদকে। একই সময়ে আদালতে হাজির হন তারাপুর চা বাগানের সেবায়েত জামিনে থাকা পঙ্কজ গুপ্তও। বেলা পৌনে ১টায় জনাকীর্ণ আদালতে রায় পড়ে শোনান বিচারক। সিলেট জেলা জজ কোর্টের পিপি জানান, রায়ে দ-বিধির ৪৬৭ ও ৪৬৮ ধারায় রাগীব আলীকে ৬ বছর করে ও ৪২০ ও ৪৭১ ধারায় এক বছর করে দ- দেয় আদালত। এছাড়া একই ধারায় তার ছেলে আবদুল হাই, মেয়ে রোজিনা কাদির, জামাতা আবদুল কাদির ও নিকটাত্মীয় মোস্তাক মজিদের ১৬ বছর করে দ- দেয়া হয়। এছাড়া চা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে বেকসুর খালাস দিয়েছে আদালত। দ-প্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদ- দেয়া হয়। দ-প্রাপ্তদের মধ্যে রাগীব আলীর মেয়ে রোজিনা কাদির ও জামাতা আবদুল কাদির পলাতক রয়েছেন। এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি বলে দাবি করেছেন রাগীব আলীর আইনজীবী আবদুল মুকিত অপি। গত বছরের ১৪ ডিসেম্বর থেকে আলোচিত এ মামলায় ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। গত ১৭ জানুয়ারি রাগীব আলীর পক্ষে সাফাই সাক্ষ্য দেন তারই মালিকানাধীন মালনিছড়া চা বাগানের সহকারী ম্যানেজার মাহমুদ হোসেন চৌধুরী ও আবদুল মুনিম। জেল সুপারকে কারণ দর্শানোর নির্দেশ ॥ আসামি রাগীব আলীকে যথাসময়ে আদালতে হাজির না করায় সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোঃ ছগির মিয়াকে তিনদিনের মধ্যে লিখিত কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছে আদালত। অন্যথায় তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও জানতে চেয়েছে আদালত। বৃহস্পতিবার সিলেট মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরো এ নির্দেশ দেন।
×