ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উৎপাদনমুখী শিল্প খাতে সহযোগিতা বাড়ানো হবে ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৮:৪৭, ৭ এপ্রিল ২০১৭

উৎপাদনমুখী শিল্প খাতে সহযোগিতা বাড়ানো হবে ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ উৎপাদনমুখী শিল্প খাতে সরকারী সহযোগিতা বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নীতিগত সহায়তা দেয়ার কারণে উৎপাদনমুখী শিল্প খাতে এখন অনেকেই বিনিয়োগে এগিয়ে আসছেন। তিনি বলেন, শুধু উৎপাদনই নয়, এখন দেশেই খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল উৎপাদন করা হচ্ছে। বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় নবনির্মিত ওয়ালটন কম্প্রেসার উৎপাদন কারখানা উদ্বোধন শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন। উদ্বোধনের পর মন্ত্রী কম্প্রেসারের আনুষঙ্গিক কাঁচামাল ও তা থেকে পূর্ণাঙ্গ কম্প্রেসার তৈরির বিভিন্ন প্রক্রিয়া সরেজমিন পরিদর্শন করেন। ওই সময় তিনি বলেন, বাংলাদেশের একমাত্র অগ্রগামী ম্যানুফ্যাকচারিং শিল্প প্রতিষ্ঠান হচ্ছে ওয়ালটন। প্রতিষ্ঠানটি প্রতিটি খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল এখন দেশেই তৈরি করছে। উৎপাদিত সেসব কাঁচামাল দিয়ে দেশেই তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ পণ্য। এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এসএম নূরুল আলম রিজভী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের পরিচালক এসএম শামসুল আলম, এসএম আশরাফুল আলমসহ প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তারা। বেসিসের সভাপতি মোস্তফা জব্বার অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এদিকে, এই কারখানা চালুর মাধ্যমে বিশ্বে ১৫তম এবং এশিয়ায় অষ্টম কম্প্রেসার উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের নাম লেখাল ওয়ালটন। কর্তৃপক্ষের দাবি, মানের দিক থেকে ওয়ালটন কম্প্রেসার বিশ্বের শীর্ষ দুটি ব্র্যান্ডের একটি।
×