ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন

সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি হলেই উৎসে কর

প্রকাশিত: ০৮:৩২, ৭ এপ্রিল ২০১৭

সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি হলেই উৎসে কর

অর্থনৈতিক রিপোর্টার ॥ সঞ্চয়পত্রে কারও পাঁচ লাখ বা তার বেশি টাকা বিনিয়োগ হলেই তাকে পাঁচ শতাংশ হারে উৎসে কর (আয় কর) দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। বৃহস্পতিবার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনটি বাংলাদেশ ব্যাংকের সব শাখা ছাড়াও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। এর আগে গত ২৩ মার্চ জাতীয় রাজস্ব বোর্ড এই বিষয়ে একটি নির্দেশনা জারি করে। এনবিআরের ওই নির্দেশনার আলোকেই বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশনা (প্রজ্ঞাপন) জারি করল। ওই নির্দেশনায় বলা হয়েছে, যে তারিখে সঞ্চয়পত্রের সুদ বা মুনাফা পরিশোধ করা হবে, সেই তারিখে কারও সঞ্চয়পত্রের পুঞ্জিভূত বিনিয়োগ পাঁচ লাখ টাকার বেশি হলেই তার কাছ থেকে পাঁচ শতাংশ হারে উৎসে কর কাটতে হবে। এর আগে সঞ্চয়পত্রে বিনিয়োগ একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছালে তাতে উৎসে কর (আয় কর) কাটা যাবে বলে জানিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড।
×