ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার মামলার তারিখ ফের পেছাল

প্রকাশিত: ০৮:৩১, ৭ এপ্রিল ২০১৭

খালেদা জিয়ার মামলার তারিখ ফের পেছাল

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার প্রধান আসামি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন ফের পিছিয়ে আগামী ১৩ এপ্রিল ধার্য করেছে আদালত। আসামিপক্ষের রি-কল করা তিন সাক্ষীর ফের জেরাও সম্পন্ন হয়েছে। রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লার অস্থায়ী আদালতে চলছে জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাটির বিচারিক কার্যক্রম। বৃহস্পতিবার খালেদা জিয়া আদালতে হাজির হননি। তার আদালতে যাওয়ার রাস্তা সরকারের নির্দেশে বন্ধ থাকার কারণ দেখিয়ে তার আইনজীবীরা ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন পেছাতে সময়ের আবেদন জানান। আদালত তা পিছিয়ে ১৩ এপ্রিল পুনর্নির্ধারণের পর ৩ সাক্ষীকে পুনঃ জেরা করেন আসামিপক্ষ। প্রাইম ব্যাংকের কর্মকর্তা ওমর কবির, নুর মোহাম্মদ এবং মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হারুনার রশিদকে পুনরায় জেরা করেন আসামি ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের আইনজীবী রেজাউল করিম। খালেদা জিয়ার সময়ের আবেদনের পক্ষে শুনানি করেন তার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও বোরহান উদ্দিন আহমেদ। গত ৩০ মার্চও খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার আইনজীবীদের আবেদনে সমর্থন পিছিয়ে ৬ এপ্রিল পুনর্নির্ধারণ করেছিল আদালত। খালেদাকে আদালতে হাজির হওয়ার নির্দেশও দিয়েছিল। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক।
×