ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান কণিকা

প্রকাশিত: ০৭:০৬, ৭ এপ্রিল ২০১৭

বিজ্ঞান কণিকা

স্বাস্থ্য পরীক্ষায় ড্রোন রোগীর স্বাস্থ্য পরীক্ষার তথ্য নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে উড়ে চলে ড্রোনটি। সময় এবং পরিবহন খরচ বাঁচানোর জন্য সুইজারল্যান্ডে পরীক্ষামূলকভাবে এ সুবিধা চালু করেছে ‘সুইস পোস্ট’। এ জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থও নিয়ে থাকে পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানটি। মুখের কথায় স্পিকার নিয়ন্ত্রণ স্মার্ট স্পিকারটি তারহীন। স্পর্শনির্ভর স্ক্রিনের স্পিকারটি কাজে লাগিয়ে একই সঙ্গে অ্যামাজন ও গুগলের ব্যক্তিগত সহকারী সেবা ‘এ্যালেক্সা’ ও ‘গুগল এ্যাসিস্ট্যান্ট’ ব্যবহারের সুযোগ মিলবে। ব্যবহারকারীর মুখের কথায় ঘরের বিভিন্ন ইলেক্ট্র্রনিকস ডিভাইস নিয়ন্ত্রণও করতে পারে। দাম ১৯৯ ডলার। সূত্র : বিবিসি হুইলচেয়ার স্কিও পথ চলার পাশাপাশি সিঁড়ি বেয়েও নামতে পারে বিশেষ ধরনের হুইলচেয়ার স্কিও। হুইলচেয়ারটি নিয়ে সরাসরি বাসেও ওঠা যাবে। প্রয়োজনে বন্ধুদের উচ্চতা অনুযায়ী উঁচু-নিচু হয়ে গল্প করারও সুযোগ রয়েছে। সুইজারল্যান্ডের একদল শিক্ষার্থী হুইলচেয়ারটি তৈরি করেছে। সূত্র : ডেইলি মেইল
×