ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় লেগে হেরেও সমষ্টিগতভাবে ৫-৪ গোলে জিতে কোপা ইতালিয়ান কাপের ফাইনালে জুভেন্টাস

নেপোলির দুঃখ সেই হিগুয়েইন

প্রকাশিত: ০৬:৩৩, ৭ এপ্রিল ২০১৭

নেপোলির দুঃখ সেই হিগুয়েইন

স্পোর্টস রিপোর্টার ॥ কোপা ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের মাঠে প্রথম লেগে ৩-১ গোলে হেরেছিল নেপোলি। বুধবার দ্বিতীয় লেগে নেপোলি ৩-২ গোলে হারিয়েছে জুভেন্টাসকে। কিন্তু তারপরও সমষ্টিগতভাবে জুভেন্টাস ৫-৪ গোলে স্বাগতিক নেপোলিকে হারিয়ে কোপা ইতালিয়ান কাপের ফাইনালের টিকেট নিশ্চিত করে। দ্বিতীয় লেগে জুভেন্টাসের হয়ে করা দু’টি গোলই এসেছে সাবেক নেপোলির তারকা ফুটবলার গঞ্জালো হিগুয়েইনের পা থেকে। ইতালিতে এখন জুভেন্টাসের একক রাজত্ব। সিরি’এ লীগে শেষ ছয়বারই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। এবারও দাপট অব্যাহত রেখেছে জুভারা। সেইসঙ্গে ইতালিয়ান কাপেও দুর্বার ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা। ফিরতি লেগে বুধবার নেপোলির কাছে হারলেও গঞ্জালো হিগুয়েইনের নৈপুণ্যে কোপা ইতালিয়ার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। সাবেক ক্লাবটির বিপক্ষে জোড়া গোল করে জাত ছিনিয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার হিগুয়েইন। সাও পাওলোয় ম্যাচের ৩২ মিনিটেই হিগুয়েইনের গোলে এগিয়ে যায় জুভেন্টাস। বিরতির পর সমতা ফেরান স্বাগতিক দলের অধিনায়ক মারেক হামসিক। পাঁচ মিনিটের ব্যবধানে দলকে আবারও এগিয়ে নেন গত গ্রীষ্মেই নেপোলি ছেঁড়া জুভেন্টাসে নতুন করে ঠিকানা গড়া হিগুয়েইন। এরপর ড্রিস মের্টেন্স ও লরেন্সো ইনসিনিয়ের গোলে ম্যাচ জিতলেও ফাইনালে আর উঠতে পারেনি নেপোলি। রোমের অলিম্পিক স্টেডিয়ামে আগামী ২ জুন ইতালিয়ান কাপের ফাইনালে ল্যাজিও’র মুখোমুখি হবে জুভেন্টাস। মঙ্গলবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে এস রোমার কাছে ৩-২ গোলে হেরে যায় ল্যাজিও। কিন্তু প্রথম লেগে জয়ের সৌজন্যে সমষ্টিগতভাবে ৪-২ ব্যবধানে এগিয়ে থাকার কারণে ফাইনালে জায়গা করে নেয় ল্যাজিও। ২০০৬ সালে রিভার প্ল্যাট থেকে স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন গঞ্জালো হিগুয়েইন। কিন্তু লা লিগায় যোগ দেয়ার পর থেকেই দুর্দান্ত খেলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তবে ২০১৩ সালে রিয়াল ছেড়ে সিরি’এ লীগের অন্যতম সেরা ক্লাব নেপোলিতে যোগ দেন তিনি। কিন্তু গত বছরই রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে গঞ্জালো হিগুয়েইন নতুন করে ঠিকানা গড়েন ইতালির জায়ান্ট ক্লাব জুভেন্টাসে। তুরিনোর ক্লাবটিতে যোগ দেয়ার পর থেকেই রীতিমতো উড়ছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। বুধবারও তার ব্যতিক্রম ছিল না।
×