ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-১০ মিনি রাগবি প্রতিযোগিতা শুরু আজ

প্রকাশিত: ০৬:৩৩, ৭ এপ্রিল ২০১৭

অনুর্ধ-১০ মিনি রাগবি প্রতিযোগিতা শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) ব্যবস্থাপনায় এবং মনোয়ারা হাসপাতাল (প্রাঃ) লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘হেলথ ফার্স্ট মিনি রাগবি অনুর্ধ-১০ প্রতিযোগিতা’র ষষ্ঠ আসর আজ শুক্রবার থেকে হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। চার গ্রুপে ১২ দল নিয়ে (সর্বশেষ আসরে ছিল ৯ দল) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল। দলগুলো হলো ‘ক’ গ্রুপে সেন্ট গ্রেগরি হাইস্কুল, ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়, জেবি মেমোরিয়াল হাইস্কুল, ‘খ’ গ্রুপে আলী আহমেদ উচ্চ বিদ্যালয়, শহীদ নবী উচ্চ বিদ্যালয়, সানশাইন প্রিক্যাডেট এ্যান্ড হাইস্কুল, ‘গ’ গ্রুপে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুল, গ্রিন জেমস ইন্টারন্যাশনাল স্কুল, মডেল হাইস্কুল খিলগাঁও এবং ‘ঘ’ গ্রুপে ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজ, পূর্ব খিলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব জাফর বেপারী উচ্চ বিদ্যালয়। এ উপলক্ষে বৃহস্পতিবার হ্যান্ডবল স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাগবি ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ আল জাহির স্বপন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মনোয়ারা হাসপাতাল (প্রাঃ) লিমিটেডের সিনিয়র এ্যাকাউন্টস অফিসার রেজাউল করিম লিটন, সহ-সভাপতি আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ এবং টুনামেন্ট কমিটি সম্পাদক দীন ইসলাম। আজ সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করবেন আবদুল্লাহ আল জাহির স্বপন (রাগবি ফেডারেশনের সভাপতি)। এর আগে সকাল ৮টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সেন্ট গ্রেগরি-জেবি মেমোরিয়াল স্কুল। জাতীয় ক্রীড়া দিবস বেসবল ম্যাচে পুলিশ ও আনসার জয়ী স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার পল্টন ময়দানে পুরুষ ও মহিলাদের বেসবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগের ম্যাচে বাংলাদেশ পুলিশ ১৭-১ পয়েন্টে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে এবং মহিলা বিভাগে বাংলাদেশ আনসার ৭-৩ পয়েন্টে পুলিশ দলকে হারায়।
×