ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যানসিটিকে হারিয়ে আরও এগিয়ে চেলসি

প্রকাশিত: ০৬:৩১, ৭ এপ্রিল ২০১৭

ম্যানসিটিকে হারিয়ে আরও এগিয়ে চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ শিরোপা জয়ের পথে আরও একটি বড় ধাপ পেরিয়েছে চেলসি। বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের হাইভোল্টেজ ম্যাচে ব্লুজরা ২-১ গোলে হারিয়েছে অতিথি ম্যানচেস্টার সিটিকে। ঘরের মাঠ লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির হয়ে দু’টি গোলই করেন বেলজিয়াম তারকা ইডেন হ্যাজার্ড। সিটির গোলটি করেন সার্জিও এ্যাগুয়েরো। দারুণ জয়যাত্রা অব্যাহত রেখেছে টটেনহ্যাম হটস্পার। এ্যাওয়ে ম্যাচে স্পার্সরা ৩-১ গোলে হারিয়েছে সোয়ানসি সিটিকে। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে গানার্সরা ৩-০ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। আরেক ম্যাচে ঘরের মাঠ এ্যানফিল্ডে বোর্নমাউথের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। ৩০ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে চেলসি। ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম। ৬০ পয়েন্ট নিয়ে লিভারপুল তিনে। চার নম্বরে থাকা ম্যানসিটির পয়েন্ট ৫৮। আর পাঁচে থেকে আর্সেনালের ভা-ারে ৫৪ পয়েন্ট। এমন অভিজ্ঞতা আগে কখনই হয়নি কোচ পেপ গার্ডিওলার। কোচিং জীবনে লীগে একই দলের কাছে মৌসুমের দুই লেগেই হারতে হয়নি তাকে। গার্ডিওলাকে ‘প্রথম’ সেই তিক্ত অভিজ্ঞতাটা দিয়েছে এ্যান্টোনিও কন্টের চেলসি। প্রথম লেগে চেলসির কাছে ৩-১ গোলে পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হয়েছিল সিটিজেনদের। এবারের হার ২-১ গোলে। স্ট্যামফোর্ড ব্রিজে সিটির বিরুদ্ধে নিজেদের আগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে হারের শোধ নিতে যেন ঝাঁপিয়ে পড়েছিল চেলসি। দারুণ সব আক্রমণের ফলও পেয়েছে দ্রুতই। ম্যাচের ১০ মিনিটেই দলকে এগিয়ে দেন ইডেন হ্যাজার্ড। আসপিলিকুয়েটার পাসে বুলেট গতির শটে জাল খুঁজে নেন এই বেলজিয়ান ফরোয়ার্ড। সমতায় ফিরতে মরিয়া সিটিজেনরা ম্যাচে ফিরেছিল দ্রুতই। ২৬ মিনিটে ডেভিড সিলভার শট চেলসি গোলরক্ষক থিবো কোর্টোয়া প্রথম চেষ্টায় ফিরিয়ে দিলেও ফিরতি শটে গোল করেন সার্জিও এ্যাগুয়েরো। তবে ম্যাচের ৩৫ মিনিটে আবারও হোঁচট খায় গার্ডিওলার দল। পেড্রো রড্রিগেজকে ডি বক্সে ফেলে দিয়ে ব্লুজদের পেনাল্টি উপহার দেন ফার্নান্ডিনহো। পেনাল্টি থেকে প্রথম চেষ্টায় গোল করতে ব্যর্থ হলেও ফিরতি শটে জালে বল জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন হ্যাজার্ড। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ হাতছাড়া করেছে দু’দলই। কয়েকটি ভাল সুযোগ সৃষ্টি করেও গোল করার কাজের কাজটি অবশ্য করতে পারেনি ম্যানসিটি। তাতে ২-১ গোলের জয়ে লীগ শিরোপার দিকে আরেক পা দিয়ে রাখল কন্টের শিষ্যরা। এ্যানফিল্ডে বোর্নমাউথের কাছে ২-২ গোলে আটকা পড়ে লিভারপুল। এগিয়ে গিয়েও জিততে পারেনি দ্য রেডসরা। লিভারপুলের পক্ষে একটি করে গোল করেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুটিনহো ও বেলজিয়ামের ডেভক অরিজি। আর অতিথিদের পক্ষে গোল করেন আফোবে ও কিং। পরশু সবচেয়ে চমকপ্রদ রাত কেটেছে টটেনহ্যাম হটস্পারের। লিবার্টি স্টেডিয়ামে উড়ে গিয়ে সোয়ানসি সিটির কাছে খেলার ৮৮ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল তারা। এরপর শেষ কয়েকটি মিনিটে তিনটি গোল করে নাটকীয়ভাবে ম্যাচ জেতে তারা। হোয়াইট হার্ট লেনের অধিবাসীদের জয়ের ব্যবধান ১-৩। লীগে তিন ম্যাচ পর জিতেছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। লিভারপুল ও ওয়েস্টব্রুমের মাঠে হারের পর ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল গানার্সরা। ইপিএলে শেষ সাত ম্যাচে আর্সেনালের এটা মাত্র দ্বিতীয় জয়। এর চারটিতেই হেরেছে তারা। ঘরের মাঠে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে আর্সেনাল এগিয়ে থাকলেও প্রতিপক্ষের গোলমুখে তাদের পারফর্মেন্স ছিল হতাশাজনক। তারপরও ৩১ মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যেতে পারতো দলটি। ডিফেন্ডার কলিন্সের ব্যর্থতার সুযোগে বল পায়ে নিয়ে ভিতরে ঢুকে পড়েন থিও ওয়ালকট। কিন্তু তার জোরালো শটটি লাগে পাশের জালে। ৫৮ মিনিটে অপেক্ষা শেষ হয় আর্সেনালের। গোল করেন ওজিল। ৬৮ মিনিটে এই জার্মান মিডফিল্ডারের ক্রস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন ওয়ালকট। ৮৩ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন জিরুড।
×