ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা সফর শেষে ঢাকায় টাইগাররা

টি২০ থেকে সাবেক হয়ে গেলেন মাশরাফি

প্রকাশিত: ০৬:২৮, ৭ এপ্রিল ২০১৭

টি২০ থেকে সাবেক হয়ে গেলেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা সফর শেষ। এবার দেশে ফেরার পালা। আজ বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা সকালে দেশে ফিরছেন। দলের সঙ্গে ফিরছেন টি২০ ক্রিকেটকে বিদায় বলে দেয়া মাশরাফি বিন মর্তুজাও। বৃহস্পতিবার দ্বিতীয় টি২০ শেষ হওয়ার পর আজ সকাল সাড়ে সাতটায় রওনা দিয়ে সকালেই দেশের মাটিতে পৌঁছে যাবেন ক্রিকেটাররা। সকাল সাড়ে এগারোটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন তারা। একদিন আগেই বৃহস্পতিবার যিনি টি২০ দলের অধিনায়ক ছিলেন। দলের একজন সিনিয়র ক্রিকেটার ছিলেন। একদিন পরেই আজ শুক্রবার তিনি বিদায়ী ক্রিকেটার হয়ে গেলেন। যাকে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে আর কোনদিন নেতৃত্ব দিতেও দেখা যাবে না। খেলতেও দেখা যাবে না। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচটিই তার শেষ টি২০ ম্যাচ হয়ে গেছে। শ্রীলঙ্কা সফরটি এবার বাংলাদেশ দলের জন্য দুর্দান্ত কেটেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-১ ড্র করা গেছে। নিজেদের শততম টেস্টে গিয়ে জেতা গেছে। এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জেতা গেছে। সেটি আবার তাদেরই মাটিতে। প্রথমবারের মতো বড় কোন শক্তিধর দলের বিপক্ষে বিদেশের মাটিতে টেস্ট জিতেছে বাংলাদেশ। টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজেও শুরুতেই দেখিয়েছে ঝলক। প্রথম ওয়ানডে জিতে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যায়। শেষ পর্যন্ত তৃতীয় ওয়ানডেতে গিয়ে শ্রীলঙ্কা জিতে। তাতে করে ওয়ানডে সিরিজও ১-১ ড্র হয়। দুই ম্যাচের টি২০ সিরিজের প্রথম টি২০তে হারে বাংলাদেশ। দ্বিতীয় টি২০ হারলে হোয়াইটওয়াশ হয়ে গেছে। আর না হারলে স্বল্পওভারের এই সিরিজও ড্র হয়ে গেছে। শেষের ফল যাই হোক, সফরটি বাংলাদেশ দলের জন্য সুখময়ই হয়েছে। কিন্তু সেই সুখের মাঝে দুঃখও যুক্ত হয়ে গেছে। মাশরাফি যে শেষটায় এসে টি২০ থেকে অবসরের ঘোষণা দিয়ে সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছেন। সবাই বিষণœœ হয়ে পড়ে মাশরাফির এ সিদ্ধান্তে। অনেক বিতর্কও তৈরি হয়। কিন্তু মাশরাফি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন বলেও অনেকেই মনে করছেন। মাশরাফি এ নিয়ে কোন বিতর্কও চান না। নিজেই বলেছেন, ‘আমার কাছে মনে হয় এই সময় বিতর্ক না তৈরি করে আমাদের ক্রিকেটের উন্নতির জন্য কাজ করা উচিত। আমাদের ক্রিকেট এগিয়ে যাক। আমার কাছে মনে হয় না এসব নিয়ে আলোচনা করার কিছু আছে।’ মাশরাফি যতই বলুন না কেন, বিতর্ক যেন না হয়; তা কি আর থেমে থাকে। সঙ্গে ক্রিকেটাররাও তো বিষণœœ হয়ে পড়েছেন। মাশরাফিকে নিয়ে ক্রিকেটাররা ফেসবুক ফ্যানপেজে নিজেদের উপলব্ধির কথা জানাতে গিয়ে আবেগপ্রবণও হয়ে গেছেন। মাশরাফির বিদায়ে মর্মাহতও হয়ে পড়েছেন সতীর্থরা। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের চোখে জলের দেখাও মিলেছে। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম তার ফেসবুক পেজে লিখেছেন, ‘সব অসাধারণ জিনিসের সমাপ্তি আছে। এটি হয়তো তারই একটি। ম্যাশকে ছাড়া বাংলাদেশ দল, এটা আমাদের জন্য ভাবা কঠিন। আপনি সত্যিকারের চ্যাম্পিয়ন। আপনার মতো নেতার অধীনে খেলতে পেরে নিশ্চিত আমার মতো সবাই গর্বিত ... আমরা সবাই ভীষণ হতাশ, আপনি টি২০’র জার্সিটা অনেক অনুভব করবেন। ধন্যবাদ ম্যাশ।’ তামিম ফেসবুক ফ্যানপেজে লিখেছেন, ‘মানুষটা যখন আমাদের অধিনায়ক মাশরাফি ভাই, তাকে নিয়ে যত বলবেন, ততই যেন বলার বাকি থাকে। তার হয়তো বিশ্ব রেকর্ড নেই কিংবা অন্যান্য দেশের কিংবদন্তি বোলারদের মতো ৪০০-৫০০ উইকেট নেই। তবে সন্দেহ নেই বাংলাদেশের ক্রিকেটে তিনি বড় দাগই রেখে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেটে এখন যে বদল, সেটি তার অসাধারণ অধিনায়কত্বে সওয়ার হয়েই। আমার কাছে এটা বিশ্বরেকর্ড কিংবা ৪০০ উইকেট নেয়ার মতোই দুর্দান্ত কিছু। ড্রেসিংরুম কীভাবে একটা পরিবার হয়, একই সময়ে কীভাবে ভাল ফল পাওয়া যায়, সেটি তিনিই আমাদের দেখিয়েছেন।’ মাহমুদুল্লাহ রিয়াদও যেন চুপ থাকতে পারেননি না, ‘আপনাকে সত্যি মিস করব, বিশেষ করে আমি। আপনি আমার ভাই, বন্ধু, যার কাছে সব বলা যায়। আপনি একজন যোদ্ধা, বড় নেতা, অধিনায়ক এবং সত্যিকারের চ্যাম্পিয়ন। খুবই খারাপ লাগছে। কিন্তু এটাই বাস্তবতা।’ তাসকিন আহমেদ তো মাশরাফির ‘হিরো’। তারই সবচেয়ে বেশি আবেগপ্রবণ হওয়ার কথা। হয়েছেনও। ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসও দিয়েছেন, ‘জানি না আর কত দিন এই হাতটা খেলার মাঠে আমার কাঁধে পাব। জাতীয় দলে অভিষেক হওয়ার আগে থেকেই আপনি আমার আদর্শ। তিন বছর ধরে একজন অভিভাবকের চেয়েও অনেক বেশি। সব সমস্যার সমাধানকারী হিসেবে বারবার আপনাকেই জ্বালাব...।’ সবার প্রিয় মাশরাফি শ্রীলঙ্কায় অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়ে আজ নিজ দেশে ফিরছেন। ফিরছে পুরো দলও।
×