ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মগবাজার এক্সচেঞ্জের সব টেলিফোন ১০ এপ্রিল থেকে ৮ ডিজিট হচ্ছে

প্রকাশিত: ০৬:০০, ৭ এপ্রিল ২০১৭

মগবাজার এক্সচেঞ্জের সব টেলিফোন ১০ এপ্রিল থেকে ৮ ডিজিট হচ্ছে

আধুনিক ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ‘৮৩১’ ও ‘৮৩২’ গ্রুপের মোট এগারো হাজার টেলিফোন নম্বর আগামী ১০ এপ্রিল থেকে পর্যায়ক্রমে আট ডিজিটের নতুন নম্বর দ্বারা রূপান্তর করা হবে। সাত ডিজিট সম্পন্ন পুরাতন নম্বর অপরিবর্তিত থাকবে - তবে আগে ‘৪’ যোগ হবে। সম্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য পুরনো নম্বর ও নতুন নম্বরের বিস্তারিত তথ্য বিটিসিএলের অফিসিয়াল ওয়েব পেজ িি.িনঃপষ.পড়স.নফ -এ দেয়া হয়েছে। গ্রাহকগণকে প্রতিটি নম্বর পরিবর্তনের সঙ্গে সঙ্গে টেলিফোন কল করে জানানো হবে। অধিকন্তু, গ্রাহকগণ টেলিফোন নম্বর পরিবর্তন সম্পর্কিত তথ্য জানতে চাইলে অফিস চলাকালীন ৮৩৩১০০০ এবং ৯৩৫৮৭৪১ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। নম্বর পরিবর্তনের কারণে গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বিজ্ঞপ্তি বকেয়া বেতনের দাবিতে ঢাকায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ স্টাফ রিপোর্টার ॥ বকেয়া বেতনের দাবিতে রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। টানা তিন ঘণ্টা সড়ক অবরোধের ফলে আশপাশের গুরুত্বপূর্ণ চারটি সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। নিউমার্কেট থানার ওসি আতিকুল আলম জানান, এলিফ্যান্ট রোডের ফ্যাশন নেটওয়ার্ক নামের একটি পোশাক কারখানাটি সম্প্রতি তা গাজীপুরে স্থানান্তরিত হয়েছে। কারখানা স্থানান্তরের পর থেকেই বকেয়া বেতন দেয়ার দাবি জানিয়ে আসছে শ্রমিকরা। এরই প্রতিবাদে ওই গামের্ন্টস শ্রমিকরা বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তাদের বিক্ষোভের কারণে দুপুর দেড়টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকে।
×