ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিতাসের অভিযানে ৮২ কি.মি. অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৬:০০, ৭ এপ্রিল ২০১৭

তিতাসের অভিযানে ৮২ কি.মি. অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্ন

অবৈধভাবে গ্যাস ব্যবহার/গ্যাস কারচুপি রোধকল্পে কোম্পানির বিশেষ পরিদর্শন/সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ লাইন অপসারণ/সংযোগ বিচ্ছিন্নের অভিযান পরিচালিত হয়ে আসছে। উপর্যুক্ত কার্যক্রমের আওতায় গত মার্চ মাসে ৩টি বাণিজ্যিক, ১টি সিএনজির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং ১৮টি অভিযানের মাধ্যমে বিভিন্ন ব্যাসের প্রায় ৮২.২২ কি.মি. অবৈধ বিতরণ পাইপলাইনসহ ৩০,০৩০টি অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন/অপসারণ করা হয়। এদিকে সারাদেশে সকল সিএনজি স্টেশন প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত অমান্য করে গ্যাস বিক্রি করার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৩ মার্চ সাভারের জিরানী বাজার এলাকায় মেসার্স এন এম ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া, ২৮ মার্চ ভ্রাম্যমাণ আদালত কর্তৃক গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক রাজেন্দ্রপুর চৌরাস্তার বাংলাবাজার রোডে মেসার্স মা-মনি হোটেল, মেসার্স জননী স্টোর, মেসার্স মান্নান স্টোরের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিজ্ঞপ্তি এনএইচএফ সিলেটকে এ্যাম্বুলেন্স প্রদান বিএবির হৃদরোগীদের দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (এনএইচএফ) সিলেট শাখাকে একটি এ্যাম্বুলেন্স প্রদান করেছে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। এ উপলক্ষে (এপ্রিল ৫, বুধবার বিএবি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন বিএবির চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন সোস্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব) ড. রেজাউল হক, প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ড. এইচ বি এম ইকবাল, বিএবির প্রশিক্ষণ পরিচালক এ কে এম নূরুল ফজল বুলবুল, এক্সিম ব্যাংকের পরিচালক হাবিবুল্লাহ ডন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট শাখার পরিচালক ও সিইও কর্নেল (্অব) শাহ আবিদুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। -বিজ্ঞপ্তি
×