ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জ্বরশয্যা থেকেই চলে গেলেন কবি সাযযাদ কাদির

প্রকাশিত: ০৫:৫৬, ৭ এপ্রিল ২০১৭

জ্বরশয্যা থেকেই চলে গেলেন কবি সাযযাদ কাদির

স্টাফ রিপোর্টার ॥ মঙ্গলবার সন্ধ্যায়ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছিলেন নিজের অসুস্থতার কথা। লেখাটি ছিল এ রকম ‘দুপুর থেকে জ্বরজর্জরিত হয়ে জ্বরশয্যায় ...।’ শুভাকাক্সক্ষীরা পাল্টা পোস্টের মাধ্যমে তাঁর আরোগ্য কামনা করেছিলেন। তবে সবার ভালবাসাকে পেরিয়ে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি সাযযাদ কাদির (ইন্নালিলাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য ভক্ত-অনুরাগী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি ছিলেন ষাটের দশকের অন্যতম কবি, গবেষক, প্রাবন্ধিক। শিক্ষকতা ছেড়ে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সাংবাদিকতা। সেই সুবাদে দৈনিক মানবজমিনের যুগ্ম সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সাযযাদ কাদিরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় পৈত্রিক নিবাস টাঙ্গাইল জেলার দেলদুয়ারে। আজ শুক্রবার সকাল দশটায় টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর দ্বিতীয় জানাজা হবে। জানাজা শেষে দেলদুয়ারে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। প্রেসক্লাবে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন সংস্কৃতি সচিব ইব্রাহীম হোসেন খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক তারিক সুজাত, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মনিরুজ্জামান, বাংলা একাডেমির উপ-পরিচালক আমিনুর রহমান সুলতান, শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য কবি কাজী রোজী, দিলারা হাফিজ প্রমুখ। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে পিতার সব দেনাপাওনার দায়ভার নিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করতে বলেন সাযযাদ কাদিরের ছেলে সাদ্দাম কাদির। এ সময় আরও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। সাযযাদ কাদিরের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় প্রেসক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাতীয় কবিতা পরিষদ, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, শিশু একাডেমি, বিশ্বসাহিত্য কেন্দ্রসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। ব্যক্তিগতভাবে শোক জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ অনেকে। কবি সাযযাদ কাদিরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন সাংবাদিক-সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন। সাযযাদ কাদির ১৯৪৭ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইল জেলার মিরের বেতকা গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায়।
×