ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি হবে না ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫৫, ৭ এপ্রিল ২০১৭

প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি হবে না ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই একমাত্র সরকারপ্রধান যিনি ভারতের সঙ্গে আলোচনার ভিত্তিতে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান করেছেন। বিএনপি ভারতবিদ্ধেষী সেøাগান দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন কোন সমস্যার সমাধান করতে পারেনি। তিনি এও বলেছেন, আওয়ামী লীগ সবসময় প্রতিবেশী ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধান করে। ইতোপূর্বে ছিটমহল সমস্যা সমাধান, সমুদ্রসীমা উদ্ধারসহ অনেক বিষয়ই শান্তিপূর্ণ সমাধান হয়েছে। এবারও তার অন্যথা হবে না। দেশের স্বার্থবিরোধী কোন চুক্তি হবে না। তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। এছাড়াও এই সফরে বেশ কয়েকটি বিষয়ের শান্তিপূর্ণ সমাধান হবে। তিনি বলেন, বিএনপির স্বভাব সকল কাজেরই বিরোধিতা করা। এরই ধারাবাহিকতায় তারা প্রধানমন্ত্রীর ভারত সফরকে ঘিরে নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে যচ্ছে। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান বৃদ্ধির নির্দেশ দিয়ে বলেছেন, ডাক্তার আর নার্সরা যদি নিয়মিত দায়িত্ব পালন না করে তাহলে এত আধুনিক হাসপাতাল তৈরি করেও রোগীকে সেবা দেয়া সম্ভব নয়। পরে মন্ত্রী সদর উপজেলার শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। ছোনগাছা ইউনিয়নের ভুরবুরিয়া গ্রামে ৯৫ পরিবারে বিদ্যুত সংযোগের উদ্বোধন করেন। সন্ধ্যায় কাজীপুরে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন। ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবন ও রোগীদের সেবার মান সরেজমিন পরিদর্শন শেষে চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা হাসপাতালের নবনির্মিত ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন। আরও বক্তব্য রাখেন, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপ্যাল অধ্যাপক রেজাউল ইসলাম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা। আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিরাজউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, প্রকল্প পরিচালক ডাঃ বাকির হোসেন, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম খান, এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, দানিউল হক দানী, যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চীনু, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, স্বেচ্ছাসেবক লীগের জিহাদ আল ইসলাম, রাশেদ ইউসুফ জুয়েল, ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন প্রমুখ উপস্থিত ছিলেন। ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবন ও রোগীদের সেবার মান সরেজমিন পরিদর্শন শেষে চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি জনগণকে সেবা দেয়ার জন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্যসেবা সারা দুনিয়ায় প্রশংসিত হয়েছে। বর্তমান সরকার চিকিৎসাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বিশ্বের অনেক উন্নত দেশের চেয়ে আমরা স্বাস্থ্যসেবায় এগিয়ে রয়েছি। একসঙ্গে ৬ হাজার ডাক্তার, ১০ হাজার নার্স নিয়োগ, যা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সীমিত সম্পদ দিয়ে জনগণের সেবা করার আহ্বান জানিয়ে যে সকল পদ খালি রয়েছে অবিলম্বে সেগুলো পূরণ করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
×