ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নন্দিত নৃত্যশিল্পী শামীম আরা নীপা সংবর্ধিত

প্রকাশিত: ০৫:৫৪, ৭ এপ্রিল ২০১৭

নন্দিত নৃত্যশিল্পী শামীম আরা নীপা সংবর্ধিত

স্টাফ রিপোর্টার ॥ নাচের সঙ্গেই যেন জীবনটা বেঁধে নিয়েছেন নন্দিত নৃত্যশিল্পী শামীম আরা নীপা। নিরন্তর সাধনায় আত্মোন্নতির সঙ্গে এ দেশের নৃত্যশিল্পের জনপ্রিয়তায়ও রয়েছে তার অনন্য ভূমিকা। তাই নৃত্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক। আর এই অর্জন উপলক্ষে তাকে প্রদান করা হলো সংবর্ধনা। তাকে সংবর্ধিত করেছে বাংলাদেশ লোক-সাংস্কৃতিক সংসদ ও নৃত্য রং। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশিত হলো নৃত্য। সেই সঙ্গে ছিল নীপাকে নিবেদিত বিশিষ্টজনদের আলাপচারিতা। বর্ণিল এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। বিশেষ অতিথি ছিলেন নৃত্যগুরু রাহিজা খানম ঝুনু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, নৃত্যগুরু লায়লা হাসান, গোলাম মোস্তফা খান, মুহাম্মদ জাহাঙ্গীর, জিনাত বরকতুল্লা, দীপা খন্দকার, শিবলী মোহাম্মদ, আনিসুল ইসলাম হিরু, কবিরুল ইসলাম রতন ও সাজু আহমেদ। সভাপতিত্ব করেন লোক-সাংস্কৃতিক সংসদের সভাপতি মোঃ নজরুল ইসলাম। সংবর্ধনাপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে শামীম আরা নীপা বলেন, এ আয়োজনকে ঘিরে আমার ভাললাগার মানুষগুলোকে একসঙ্গে পেলাম। তাদের সঙ্গে নিজের সাফল্যের উদ্্যাপনটা ভাগাভাগি করে নিলাম। এটাও আমার কাছে আরেক ধরনের প্রাপ্তি। দুই শিশুশিল্পীর কত্থক নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। শামীম আরা নীপাকে মাল্যদান করেন সাদিয়া ইসলাম মৌ, তাবাসসুম আহমেদ, ফারহানা চৌধুরী বেবী, আমিরুল ইসলাম মনি, লুৎফর রহমান বাবু, আইরিন পারভীন, কামাল উদ্দিন খান, সালমা আক্তার মুন্নী, জিনিয়া জোছনা, মৈত্রী সরকার, তাহমিনা মীম, দীপা সরকার ও বেবী রোজারিও। অনুষ্ঠানে শামীম আরা নীপার জীবন ও কর্ম নিয়ে মানপত্র পাঠ করেন তামান্না রহমান। পরিবেশিত হয় ছয়টি নৃত্য। যেগুলোর পরিচালনায় ছিলেন আমিরুল ইসলাম মনি, ফারহানা চৌধুরী বেবী, আইরিন পারভীন, জিনিয়া জোছনা, তাহমিনা মীম ও সালমা আক্তার মুন্নী। বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসবের দ্বিতীয় দিন ॥ শিল্পকলা একাডেমিতে চলছে পদাতিক নাট্য সংসদের আয়োজনে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব। বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয় দিনে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ভারতের নাট্যদল কার্টেন কল মঞ্চস্থ করে ‘পড়শি বসত করে’ এবং পরীক্ষণ থিয়েটার হলে পদাতিক নাট্য সংসদ মঞ্চস্থ করে ‘গহনযাত্রা’। ‘পড়শি বসত করে’ নাটকটি রচনা করেছেন মৈনাক সেনগুপ্ত। নির্দেশনা দিয়েছেন তীর্থংকর চট্টোপাধ্যায়। ঘুড়ি ও মুখোশ নির্মাণ কর্মশালা ॥ নববর্ষ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় চিত্রশালার ভাস্কর্য গ্যালারিতে পহেলা এপ্রিল থেকে শুরু হয় সপ্তাহব্যাপী ঘুড়ি ও মুখোশ নির্মাণ কর্মশালা। আজ শুক্রবার শেষ হবে এ কর্মশালা। এতে দেশের বৃহত্তর ২১টি জেলা থেকে ২১ জন প্রশিক্ষণার্থী এবং ঢাকা মহানগরীর বিভিন্ন নাট্যদল ও সাংস্কৃতিক সংগঠন থেকে ৩২ জন প্রশিক্ষণার্থীসহ মোট ৫৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। ঘুড়ি ও মুখোশ নির্মাণে অভিজ্ঞ মূল প্রশিক্ষক হিসেবে শিল্পী ইমরান হোসেন পিপলু এবং সহকারী প্রশিক্ষক হিসেবে শিল্পী মোহাম্মদ ইসমাইল হোসেন নিলয়, শিল্পী মোঃ শাহাবুদ্দীন শেখ ও শিল্পী জয়দেব বিশ্বাস কর্মশালায় প্রশিক্ষণের দায়িত্ব পালন করছেন। সুচিত্রা সেনের জন্মদিন পালিত ॥ নিজস্ব সংবাদদাতা, পাবনা থেকে জানান, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের ৮৬তম জন্মদিন বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন এবং সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো কেক কাটা, আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানান কর্মসূচীর আয়োজন করে। জেলা প্রশাসনের আয়োজনে সুচিত্রা সেনের শৈশব-কৈশরের স্মৃতি বিজড়িত বাড়িতে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদ পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও মুস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন, ক্যাপ্টেন (অব) ডাঃ সারওয়ার জাহান ফয়েজ, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন, সাংস্কৃতি অনুরাগী আবদুর হাই তপন, পাবনা লালন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম মনি, পাবনা গণমঞ্চ নাট্য সম্প্রদায়ের সভাপতি গণেশ দাস, পাবনা ড্রামা সার্কেলের সভাপতি ফারুক হোসেন চৌধুরী, নাট্যকার নির্দেশক ফিরোজ খন্দকার, সাংবাদিক ও নাট্যকর্মী সৈকত আফরোজ আসাদ, তপু আহমেদ, চিকিৎসক মোখলেছুর রহমান মুকুল, শাহীন রহমান, অভিনেত্রী মাহমুদা ক্যাথীসহ পাবনার বিশিষ্টজনরা। বক্তারা সুচিত্রা সেনের কর্মময় জীবন নিয়ে আলোচনার পাশাপাশি উপমহাদেশের কিংবদন্তি এই নায়িকার পৈত্রিক বাড়িতে একটি ফিল্ম ইনস্টিটিউট গড়ে তোলার আহ্বান জানান। সন্ধ্যায় সুচিত্রা সেন অভিনীত ‘পথে হলো দেরী’ চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
×