ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৪৮, ৭ এপ্রিল ২০১৭

উবাচ

প্রহসন স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রহসন বলে উল্লেখ করেছেন। বিগত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় দলটির প্রতিনিধিত্ব নেই সংসদে। দলটি এ কারণে মনে করে বাংলাদেশের সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। অন্যদিকে আইপিইউ সম্মেলনে আগত অতিথিরা বাংলাদেশের গণতন্ত্রে আস্থার কথা জানিয়ে গেছেন। বিএনপি মহাসচিব বলেন, যে দেশের সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং নাগরিকদের মানবাধিকার লুণ্ঠিত, হত্যা, গুম, গ্রেফতার ও মিথ্যা মামলায় জনগণ জর্জরিত, সেই দেশে আইপিইউর সম্মেলন একটা প্রহসন ছাড়া অন্য কিছু নয়। একই অনুষ্ঠানে সাবেক স্পীকার বিএনপির জমির উদ্দিন সরকার আইপিইউ সম্মেলনকে, ‘প্রহসনমূলক’ অভিহিত করে বলেন, তথাকথিত সংসদে কার্যকর কোন বিরোধী দল নেই। ওই বিরোধী দলের সদস্যদের মন্ত্রিসভায় ঠাঁই দিয়ে এক নজিরবিহীন পদ্ধতি চালু করা হয়েছে। দিল্লী বহুদূর স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ের পর বিএনপির উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে তারা সারা দেশ জয় করে ফেলেছে। তিনি আরও বলেন, আমি বিএনপিকে বলব জয় কিন্তু নারায়ণগঞ্জ দিয়ে শুরু, কুমিল্লা দিয়ে নয়, দিল্লী বহুদূর। ওবায়দুল কাদের বলেন, কুমিল্লায় আমাদের মূল লক্ষ্য ছিল নতুন নির্বাচন কমিশনের অধীনে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভারত সফরকালে সম্পাদিত হতে যাওয়া চুক্তি জনসম্মুখে প্রকাশ করা নিয়ে বিএনপির দাবিকে ‘পুরনো ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে বলে’ মন্তব্য করেন তিনি। ফেয়ার-আনফেয়ার স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ফল ‘ফেয়ার’ কিন্তু ইলেকশন ‘আনফেয়ার’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নির্বাচন যদি ফেয়ার হতো তাহলে বিএনপি প্রার্থীর কাছে ৫০ শতাংশ ভোটে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হতেন বলে মনে করেন তিনি। গয়েশ্বর বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে। সুতরাং, তারা ঐক্যবদ্ধভাবে ফেল করেছে। কিন্তু নির্বাচনের পর দেখা গেছে আওয়ামী লীগই জিতিয়েছে বিএনপিকে। অনেকেই গয়েশ্বরের এই মন্তব্যের পর বলছেন, বিএনপি-আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হলেই বিএনপি প্রার্থীর জয় সম্ভব।
×