ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে শুরু হায়দরাবাদের আইপিএল

প্রকাশিত: ০৯:১৫, ৬ এপ্রিল ২০১৭

জয় দিয়ে শুরু হায়দরাবাদের আইপিএল

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়ে আইপিএলের দশম আসর শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। বুধবার হোম ভেন্যু রাজীব গান্ধী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৩৫ রানে হারিয়েছে ডেভিড ওয়ার্নারের দল। যুবরাজং সিং (২৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬২) ও ময়েস হেনরিকসের (৩৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫২) দুটি ঝড়ো হাফ সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রানের পাহাড় গড়ে হায়দরাবাদ। ৩১ বলে ৪০ রান করেন শিখর ধাওয়ান। জবাবে ২ বল বাকি থাকতে ১৭২ রানে অলআউট হয় শেন ওয়াটসনের ব্যাঙ্গালুরু। ক্রিস গেইল ৩২ (২১ বল, ২ চার, ৩ ছক্কায়), কেদার যাদব ৩১ ও ট্রেভর হেড ৩০ রান করে আউট হন। হায়দরাবাদের হয়ে আশিষ নেহরা, ভুবনেশ্বর কুমার ও আইপিএলে অভিষিক্ত তরুণ আফগান লেগস্পিনার রশিদ খান নেন দুটি করে উইকেট। দুর্দান্ত ইনিংসটির জন্য ম্যাচসেরা হয়েছেন যুবরাজ সিং।
×