ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেসরকারী খাতে সাত বিদ্যুত কেন্দ্র অনুমোদন

প্রকাশিত: ০৯:১৫, ৬ এপ্রিল ২০১৭

বেসরকারী খাতে সাত বিদ্যুত কেন্দ্র অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ৭৮৭ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের জন্য বেসরকারী খাতে সাতটি বিদ্যুত কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। পাশাপাশি দৈনিক ৫শ’ এমএমসিএফ ক্ষমতাসম্পন্ন এলএনজি টার্মিনাল নির্মাণ ও ভারত থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুত আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বুধবার সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দিয়েছে। সেখানে ইন্দোনেশিয়া থেকে জি টু জি ভিত্তিতে দেড় হাজার মেট্রিক টন অকটেন আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, অর্থ ও পরিকল্পমন্ত্রী প্রতিমন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বিফ্রিংয়ে বলেন, কক্সবাজার মহেশখালীতে দৈনিক ৫শ’ এমএমসিএফ এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে। এটি করবে সামিট এলএমজি টার্মিনাল লিমিটেড। ১৫ বছরের জন্য চুক্তি হয়েছে। প্রতিবছর ৯ কোটি মার্কিন ডলারের গ্যাস সরবরাহ করা হবে। এছাড়া ভারতের ত্রিপুরা থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুত আমদানি করা হবে। প্রতি মেগাওয়াটের মূল্য হবে ৫ দশমিক ৫৪ রূপী। তিনি বলেন, বেসরকারী খাতে রংপুরে ১১৩ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র স্থাপন করা হবে। ফার্নেস ওয়েল ভিত্তিক এই বিদ্যুত কেন্দ্র ১৫ বছরের জন্য চুক্তি করা হয়েছে। প্রতি কিলোওয়াট পার আওয়ার বিদ্যুতের মূল্য হবে ৮.২০ টাকা। কনফিডেন্স সিমেন্ট ও কনফিডেন্স স্টিল যৌথভাবে এটি করবে।
×