ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে শাকিলার কোল আলোকিত করল ‘একুশ’

প্রকাশিত: ০৯:১২, ৬ এপ্রিল ২০১৭

অবশেষে শাকিলার কোল আলোকিত করল ‘একুশ’

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ডাক্তারপতœী শাকিলার কোল আলোকিত করল। কুড়িয়ে পাওয়া নবজাতক ‘একুশ’। আদালতের দেয়া সকল শর্ত পূরণ করে শিশুটিকে গ্রহণ করেছেন এই নারী। শিশুটি পেল একজন মা আর নিঃসন্তান শাকিলা পেলেন সন্তান। বুধবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও শিশুবিষয়ক বিশেষ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌসের আদালতে ‘একুশ’কে হস্তান্তর করা হয় ডাঃ মোঃ জাকিরুল ইসলাম ও তার স্ত্রী শাকিলার হাতে। বিয়ের পর থেকে প্রায় ১৭ বছর ধরে নিঃসন্তান এই দম্পতি। আদালতের নির্দেশনা অনুযায়ী শিশুটির নামে ১০ লাখ টাকার শিক্ষাবীমা পলিসি খুলে সেই কাগজপত্র দাখিলের পর বিচারক ‘একুশ’কে হস্তান্তরের নির্দেশ দেন। সে অনুযায়ী বুধবারই এ দম্পতি শিশুটিকে গ্রহণ করেন। এর মাধ্যমে প্রায় ১৫ দিন পর একুশ যেমন একটি ঠিকানা পেল, ঠিক তেমনিভাবে শাকিলাও পেলেন মাতৃত্বের স্বাদ। হস্তান্তরকালে আদালতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাঃ দেবাশীষ চৌধুরী।
×