ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অভিযুক্ত আরও চার কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: ০৮:৪৭, ৬ এপ্রিল ২০১৭

অভিযুক্ত আরও চার কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার ॥ পাঠ্যপুস্তকের ভুল-ভ্রান্তি ও তথ্য বিভ্রাটের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অভিযুক্ত আরও চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার ওই কর্মকর্তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। এর আগে মঙ্গলবার এনসিটিবির সচিবসহ দুই কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছিল। তারা সবাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারী কলেজের শিক্ষক, যারা এনসিটিবিতে প্রেষণে (ডেপুটেশন) কর্মরত ছিলেন। বুধবার ৪ জন কর্মকর্তাকে বদলি করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পাঠ্যবইয়ের ভুলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এসব কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমানকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যবিশিষ্ট কমিটি গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেয়। এনসিটিবির যেসব কর্মকর্তাকে বুধবার বদলি করা হয় তাদের মধ্যে প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর ড. আব্দুল মান্নানকে ঝিনাইদহের সরকারী কেসি কলেজে, সম্পাদক গৌরাঙ্গ লাল সরকারকে নোয়াখালী হাতিয়া দ্বীপ সরকারী কলেজে, বিশেষজ্ঞ মোসলে উদ্দিন সরকারকে পটুয়াখালী সরকারী মহিলা কলেজে এবং বিশেষজ্ঞ হান্নান মিঞাকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারী কলেজে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, তারা বৃহস্পতিবারের (আজ) মধ্যে এনসিটিবি থেকে অবমুক্ত হবেন। তা না হলে তারা বৃহস্পতিবার বিকেলের মধ্যে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। এর আগে মঙ্গলবার এনসিটিবির সচিব ইমরুল হাসানকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারী কলেজে সহযোগী অধ্যাপক এবং গবেষণা কর্মকর্তা রেবেকা সুলতানা লিপিকে রাজধানীর সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজে বদলি করা হয়।
×