ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

কারখানার বিষাস্ত বর্জ্যরে গর্তে দুই শিশু

প্রকাশিত: ০৮:৪৫, ৬ এপ্রিল ২০১৭

কারখানার বিষাস্ত বর্জ্যরে গর্তে দুই শিশু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে এক সিরামিক্স কারখানার বিষাক্ত বর্জ্যরে গর্তে পড়ে দু’শিশু এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। তারা শ্রীপুরের ধনুয়া এলাকার রিদিশা নিটেক্স কারখানার শ্রমিক নীল মিয়ার ছেলে সানমনি (৬) ও একই কারখানার শ্রমিক দেলু মিয়ার ছেলে পারভেজ (৫)। আহতদের বাবা ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে খেলা করার সময় সানমনি ও পারভেজ বাড়ির পার্শ্ববর্তী আরএকে সিরামিক্স কারখানার অরক্ষিত বিষাক্ত বর্জ্যরে বিশাল গর্তে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় সানমনিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে কারখানার মালিকপক্ষের লোকজন এ বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য নানা ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
×