ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশ হেফাজতে নির্যাতন, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

প্রকাশিত: ০৮:৪৪, ৬ এপ্রিল ২০১৭

পুলিশ হেফাজতে নির্যাতন, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

কোর্ট রিপোর্টার ॥ পুলিশ হেফাজতে এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগে ডিবি পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোঃ কামরুল হোসেন মোল্লা তদন্তের এ আদেশ দেন। অভিযুক্ত কুতুবুর রহমান ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন। এর আগে মঙ্গলবার রেজাউল করিম নামে এক ব্যবসায়ী মামলাটি দায়ের করলে বিচারক শুনানি শেষে বুধবার আদেশের জন্য রাখেন। পরে ভিকটিমকে শাহ আলী থানার একটি মামলায় আসামি করে দুই দিনের রিমান্ডে আসামি অমানুসিক নির্যাতন করা হয়। এরপর তার বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালী থানায় একটি, মিরপুর থানায় একটি এবং কাফরুল থানায় মামলা দায়ের করা হয় এবং তাকে চরম হয়রানি করা হয়। চার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে এখনও আটক রাখা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং হয়রানিমূলক।
×