ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে ছাত্রলীগের ওপর ছাত্রদলের হামলা ॥ আহত ৮

প্রকাশিত: ০৮:৪৩, ৬ এপ্রিল ২০১৭

বাকৃবিতে ছাত্রলীগের ওপর ছাত্রদলের হামলা ॥ আহত ৮

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের ওপর ছাত্রদলের হামলার ঘটনা ঘটেছে। এতে বাকৃবি শাখা ছাত্রলীগের আট কর্মী আহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থার দাবিতে লিফলেট বিতরণ করে বাকৃবি শাখা ছাত্রদল। বিষয়টা টের পেয়ে কয়েক ছাত্রলীগ কর্মী সংঘবদ্ধ হয়ে প্রধান ফটকে ছাত্রদলের লিফলেট বিতরণে বাধা দেয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দিলে ছাত্রলীগ কর্মীরা পার্শ্ববর্তী হর্টিকালচার সেন্টারে আশ্রয় নেয়। পরে ওই সেন্টারে ওঁৎ পেতে থাকা ছাত্রদলকর্মীরা ছাত্রলীগকর্মীদের ওপর চড়াও হয় এবং বেধড়ক পিটুনি দেয়। এতে আশিক মাহমুদ, হাসান বিশ্বাস নীরব, রাসেল আহাম্মেদ, বিকাশ ঘোষ, কামরুল হাসান সিদ্দিকী, আলমগীর রায়হান জুয়েল, ইমতিয়াজ আবীর ও শামীম আকরামসহ মোট আট ছাত্রলীগকর্মী আহত হয়। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মোঃ আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাক্সিক্ষত। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
×