ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৮:০২, ৬ এপ্রিল ২০১৭

চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হবে ৭.৫ শতাংশ ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ১০ বছর দেশের অর্থনীতির অবস্থা ভাল যাবে। বর্তমান দেশে অভ্যন্তরীণ পর্যায়ে উৎপাদনসহ অন্য সূচক ভাল হচ্ছে। এটি অব্যাহতভাবে চলতে থাকবে। তিনি আরও বলেন, চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ অর্জন হবে। যদিও লক্ষ্যমাত্রা হচ্ছে ৭ দশমিক ২ শতাংশ। মূলত ২০১৫ সালে দেশে কোন সহিংসতা না থাকার কারণে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বুধবার সচিবালয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) লভাংশের চেক গ্রহণকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সরকারী কোষাগারে ১৫১ কোটি ২৫ লাখ টাকা জমা দিয়েছে আইডিআরএ ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এর মধ্যে তহবিলের উদ্বৃত্ত অর্থ থেকে আইডিআরএ ১০০ কোটি টাকা ও আইসিবি ৫১ কোটি ২৫ লাখ টাকা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মেলক্ষে আইডিআরএ’র চেয়ারম্যান এম শেফাক আহমেদ এবং কর্তৃপক্ষের সদস্য মুরশিদ আলম ও গোকুল চাঁদ দাস ১০০ কোটি টাকার চেক তুলে দেন অর্থমন্ত্রীর কাছে। অপরদিকে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ ইফতেখার উজ জামান মন্ত্রীর কাছে চেক হস্তান্তর করেন। এর আগে আইডিআরএ ২৮ কোটি ৪৭ লাখ টাকা সরকারের কোষাগারে জমা করেছে। এছাড়া শুধু ভ্যাট বাবদ ৯ কোটি ৮৪ লাখ টাকা এবং ট্যাক্স বাবদ ৬১ লাখ টাকা সরকারের কোষাগারে জমা দিয়েছে আইডিআরএ। চেক হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির অবস্থা ভাল চলার কারণে এ দেশে হরতাল আর কোন দিন করবে না। কারণ সকলে বুঝতে পারছে হরতাল অর্থনীতির ক্ষতি করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রমুখ।
×