ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সুমন্ত গুপ্ত

লিওন রাসেল

প্রকাশিত: ০৬:৩৭, ৬ এপ্রিল ২০১৭

লিওন রাসেল

সুর আর শব্দ দিয়ে সঙ্গীত অনুরাগীদের মন ভরিয়ে দিয়েছিলেন বলেই লিওন রাসেলকে বলা হয় সুরকারদের সুরস্রষ্টা। তার পিয়ানোর সুর ঠিকঠাক ঠিকানা খুঁজে নেয় শ্রোতার মনের লুক্কায়িত পথ ধরে। লিওন রাসেল যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ১৯৪২ সালের ২ এপ্রিল জন্মগ্রহণ করেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি হোটেলে গান গাওয়া শুরু“ করেন। সে সময় তিনি একটি ব্যান্ডে যোগ দেন। দীর্ঘ সঙ্গীতজীবনে ৩৫টি এ্যালবাম প্রকাশ করেন। ২০১১ সালে রক এ্যান্ড রোল হল অব ফেমে ওঠে এ শিল্পীর নাম। ফ্রাঙ্ক সিনাত্রা, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, টিনা টার্নারের মতো বিখ্যাত শিল্পীর সঙ্গে গিটার বাজিয়ে মঞ্চ মাতিয়েছেন তিনি। ১৯৭০ সালে প্রকাশিত হয় তার প্রথম এ্যালবাম ‘লিওন রাসেল’। ‘আ সং ফর ইউ’ গানটির সঙ্গে শ্রোতাদের পরিচয়ের গল্পটা এমন। লিওন রাসেলের সঙ্গে এ এ্যালবামে কণ্ঠ দিয়েছিলেন মিক জ্যাগার, জো কাকর। প্রকাশের পর সঙ্গীত মহলে সাড়া ফেলার পাশাপাশি বিলবোর্ড চার্টের ১৭ নম্বরে জায়গা করে নেয় এ্যালবামটি। ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ভারতের পণ্ডিত রবিশঙ্কর ও জর্জ হ্যারিসনের আহ্বানে তিনি ওই কনসার্টে অংশ নেন। সেদিন তিনি গিটারের পাশাপাশি পিয়ানো বাজিয়ে ১০ মিনিটের একটি মেডলিতে ‘ইয়াং ব্লাড’ গানটির কিছু অংশ গেয়েছিলেন। ২০১১ সালে রক এ্যান্ড রোল হল অব ফেমে স্থান পান। ৬০ বছরের কর্মজীবনে তিনি অনেকগুলো বেস্ট সেলিং পপগান উপহার দিয়েছেন। ইতিহাসের সবচেয়ে সফল মিউজিশিয়ানদের একজন হিসেবে তাকে গণ্য করা হয় এবং ভ্রাম্যমাণ মিউজিশিয়ান হিসেবে হল অব ফেমের শিল্পীর সঙ্গে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। তিনি মোট ৩৩টি এ্যালবাম ও প্রায় ৪৩০টি গান রেকর্ড করেন। গত বছরের ১৩ নবেম্বর এ মহান শিল্পী আমাদের মাঝ থেকে বিদায় নেন।
×