ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাবাস তাপসি, সাবাস এ্যাকশন লেডি!

প্রকাশিত: ০৬:৩৬, ৬ এপ্রিল ২০১৭

সাবাস তাপসি, সাবাস এ্যাকশন লেডি!

২০১৫ সালে বলিউডের এ্যাকশন স্পাই থ্রিলার সিনেমা ‘বেবি’ দারুণ সাড়া জাগিয়েছিল। ছবির প্রধান ভূমিকায় ছিলেন খিলাড়ি হিরো অক্ষয় কুমার। যেখানে একজন দুর্ধর্ষ চৌকস ভারতীয় সিকিউরিটি এজেন্ট অজয় সিং রাজপুতের ভূমিকায় রূপদান করেছিলেন তিনি, নীরাজ পান্ডে পরিচালিত ব্যবসা সফল ‘বেবি’ ছবিতে একজন নারী পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা গিয়েছিল তাপসি পান্নুকে। তার অভিনীত চরিত্রটির নাম ছিল শাবানা খান। দুই বছর পর সেই সাড়া জাগানো এ্যাকশন স্পাই থ্রিলার ‘বেবি’র সিক্যুয়াল হিসেবে দর্শকদের সামনে এসেছে নতুন সিনেমা নাম শাবানা। আগের ছবি ‘বেবি’র শাবানা খান চরিত্রটি এবার মুখ্য হয়ে উঠেছে নাম শাবানা ছবিতে। যদিও এ ছবিতে অক্ষয় কুমার আছেন। তবে তাকে স্বল্প সময়ের জন্য আগের সেই অজয় সিং রাজপুত চরিত্রেই দেখা যাবে। ‘নাম শাবানা’ ছবির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন তাপসি পান্নু। হিন্দীর পাশাপাশি তামিল তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে নাম শাবানা ছবিটি। স্পাই থ্রিলার ধাঁচের এ ছবিটি অভিনেত্রী তাপসি পান্নুর জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ হয়ে এসেছে। পিঙ্কের পর চলতি বছরে গত তিন মাসে তার অভিনীত দুটি বলিউডি সিনেমা গাজি এ্যাটাক এবং ‘রানিং শাদি ডটকম’ মুক্তি পেয়েছে। দুটি ছবিতেই তাপসিকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে। দর্শক, তার অভিনয় আবারও চমকিত হয়েছেন। সমালোচকদের উচ্ছ্বসিত প্রশংসা অর্জন করেছেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। চলতি বছরে তাপসির মোট ৫টি হিন্দী সিনেমা মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে দুটি সিনেমা ‘গাজি এ্যাটাক’ এবং রানিং শাদি ডটকম মুক্তি পেয়েছে। এ সপ্তাহে আসছে ‘নাম শাবানা’। এ্যাকশন ধাঁচের এ ছবিতে কোমল স্নিগ্ধ ইমেজের রোমান্টিক তরুণী রূপে নয় কঠিন সঙ্কল্পবদ্ধ এক দুর্ধর্ষ চৌকস নারী পুলিশ কর্মকর্তা রূপে তাকে দেখা যাবে। সমাজবিরোধী অপরাধীচক্রের বিরুদ্ধে মরণপণ লড়াইয়ে লিপ্ত এক চ্যালেঞ্জিং তরুণীর অসাধারণ মিশনের গল্প নিয়ে আবর্তিত ‘নাম শাবানা’ ছবিটি তাপসির অভিনয় জীবনে আরেকটি বড় চমক হিসেবে গণ্য হচ্ছে। বলিউডে নারীকেন্দ্রিক সিনেমা খুব একটা হয় না, এখানে পুরুষদের শৌর্য বীর্য তুলে ধরে নায়ক প্রধান সিনেমার আধিক্যই লক্ষ্য করা যায়। নারীপ্রধান যেসব হিন্দী সিনেমা তৈরি হয় সেখানে নায়িকাকে যে ধরনের ইমেজে তুলে ধরা হয় পর্দায় তার সঙ্গে ‘নাম শাবানা’ ছবির নায়িকা শাবানা চরিত্রের তেমন মিল নেই। ‘শাবানা খান চরিত্রটি আমার জন্য এক ধরনের চ্যালেঞ্জ ছিল বৈকি। একজন নারী সিক্রেট এজেন্ট হিসেবে চরিত্রটি পর্দায় আসছে। এ চরিত্রটি রূপায়ণ করতে গিয়ে আমাকে জেমসবন্ডের মতো বিভিন্ন এমপিওনাজ নামতে হয়েছে। এ্যাকশন, সাসপেন্স ইন্টেলিজেন্সÑ সবকিছুর সংমিশ্রণে গড়া শাবানা খানের চরিত্রটি যথার্থভাবে ফুটিয়ে তুলতে গিয়ে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। একজন সত্যিকার নারী পুলিশ কর্মকর্তার মতো রোজ রোজ অনেক প্র্যাকটিস করতে হয়েছে। আমি এ ছবির জন্য অনেক কষ্ট করলেও আমার মনটা ভরে আছে। কারণ শাবানা খানের চরিত্রে অভিনয় করে আমি অনেকটাই সন্তুষ্ট এবং পরিতৃপ্ত। দর্শক এবার আমাকে ‘নাম শাবানা’ ছবিতে দেখে খুশিই হবেন। তাপসি সাম্প্রতিক এক সাক্ষাতকারে বলেছেন কথাগুলো। এ বছরেই তার আরও দুটি হিন্দী সিনেমা ‘ভাড়কা’ এবং ‘জুদওয়া টু’ আসছে। অভিনীত সিনেমাগুলোতে বিচিত্র এবং চ্যালেঞ্জিং রোলে নিজেকে তুলে ধরার মাধ্যমে তাপসি পান্নু তার যোগ্যতার সক্ষমতার চমৎকার প্রমাণ দিয়ে যাচ্ছেন। গত বছরেই তার ক্যারিয়ারের মোড় ঘুরে গেছে। একজন সিরিয়াস অভিনেত্রী হিসেবে গণ্য হচ্ছেন তাপসি পান্নু। ‘পিঙ্ক’ ছবিতে ন্যায়বিচার প্রার্থী এক নির্যাতিতা তরুণীর চরিত্রে নজরকাড়া ভাল অভিনয় করেছেন তিনি। যা তাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছে বলিউডে। এখন সবাই তাকে নিয়ে ভীষণ আশাবাদী। বলিউডে তার অভিষেক একটি রিমেক কমেডি ছবির মাধ্যমে কয়েক বছর দক্ষিণী তামিল তেলেগু সিনেমায় অভিনয় করে অভিজ্ঞ হয়েই বলিউডে পা রেখেছিলেন। কিন্তু তখন ভাগ্য সুপ্রসন্ন হয়নি তাপসির। তবে তার কপাল খুলতে শুরু করেছে গত বছর থেকে। এ বছরটা তার জন্য নিজেকে প্রমাণের মোক্ষম সময় হিসেবে বিবেচিত হচ্ছে। বলিউডের সাম্প্রতিক আলোড়ন মেধাবী তন্বী অভিনেত্রী তাপসি পান্নুকে নিয়ে এখন সবার কৌতূহল। আগামীতে তার নতুন কোন সিনেমা আসছে, তা জানতে সবাই বেশ উৎসাহী নিজের ক্যারিয়ারের মোড় ঘুরে যাওয়া নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তাপসি বলেন, আমি যখন প্রথম বলিউডে পা রেখেছিলাম তখন ভাগ্য তেমন সুপ্রসন্ন হয়নি। তবে দিন সব সময় এক যায় না কারও। আমি অপেক্ষা করেছি আজকের দিনগুলোর জন্য, আমি ধৈর্য ধরেছি। ‘নাম শাবানা’ ছবিতে নাম ভূমিকায় আমার অভিনয় ইতোমধ্যে বেশ সাড়া জাগিয়েছে। এ্যাকশন ধাঁচের ছবি হলেও এখানে আমাকে একটি দারুণ চ্যালেঞ্জি রোলে অভিনয় করতে হয়েছে।
×