ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩২, ৬ এপ্রিল ২০১৭

বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের মানববন্ধন

সংস্কৃতি ডেস্ক ॥ বগুড়ায় সাংস্কৃতিক চর্চার অন্যতম স্থান শহীদ টিটু মিলনায়তন ও উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনসহ অন্যান্য মুক্তমঞ্চ ব্যক্তি মালিকানায় লিজ দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট। মঙ্গলবার বেলা ১১টায় বগুড়া শহরের সাতমাথায় এই মানববন্ধন কর্মসূচী পালন শেষে বগুড়া জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। মানববন্ধন ও সমাবেশ কর্মসূচীতে সভাপতিত্ব করেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। মানববন্ধনে বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন ও বগুড়ার বিভিন্ন স্তরের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা এ কর্মসূচীতে অংশগ্রহণ করে এবং একাত্মতা ঘোষণা করেন। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী শহীদ টিটু মিলনায়তন ও উডবার্ন লাইব্রেরি মঞ্চ শতবছরের মর্যাদায় দাঁড়িয়ে আছে। এই দুটি মঞ্চকে ঘিরে বগুড়ার সাংস্কৃতিক চর্চার গতি পেয়েছে। সেই মিলনায়তন ২টি উদ্দেশ্য প্রণোদিতভাবে বগুড়া পৌর মেয়র ব্যক্তি মালিকানায় লিজ দেয়ার চেষ্টা করছেন। যদি এই দুটি মিলনায়তন লিজ দেয়া হয় তা হলে সার্বিকভাবে বগুড়ার সাংস্কৃতিক অঙ্গন বড় ধরনের বাধার মুখে পড়বে। ধীরে ধীরে একসময় সব কর্মযজ্ঞ বন্ধ হয়ে যাবে। বগুড়ার সাংস্কৃতিক কর্মকা-কে বন্ধ করে দেয়ার অপচেষ্টা করা হচ্ছে লিজ দেয়ার নামে। এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করে সাংস্কৃতিক কর্মীদের জন্য মঞ্চ দুটি উন্মুক্ত করে দেয়া হোক। দুটি মঞ্চের লিজ না দিয়ে সংস্কার করে মুক্তভাবে সাংস্কৃতিক চর্চার জন্য ছেড়ে দেয়ার আহ্বান জানানো হয়। মানববন্ধন থেকে বক্তারা শহীদ টিটু মিলনায়তন ও উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তন লিজ দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ৬ এপ্রিল পৌরসভা ঘেরাও কর্মসূচী ঘোষণা করেন। শেষে বিক্ষোভ মিছিল সহকারে বগুড়া জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিনের কাছে একই দাবিতে স্মারকলিপি প্রদান করেন।
×